For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওলার লেনদেনে যুক্ত! কংগ্রেসি মুখ্যমন্ত্রীর সহযোগীদের বাড়িতে আয়কর তল্লাশি

ভোটের মুখেই আয়কর হানা। রবিবার সাত সকালে আয়কর হানা চলল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের দুই প্রাক্তন সহযোগীর বাড়িতে।

Google Oneindia Bengali News

ভোটের মুখেই আয়কর হানা। রবিবার সাত সকালে আয়কর হানা চলল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের দুই প্রাক্তন সহযোগীর বাড়িতে। এদিন আয়কর হানা চলে কমলনাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীন কক্কর এবং প্রাক্তন পরামর্শদাতা রাজেন্দ্র কুমার মিগলানির বাড়িতে। আয়কর হানা একযোগে হয় ইন্ডোর এবং দিল্লিতে। হাওলা লেনদেনে যুক্ত থাকার অভিযোগে এই হানা চলে বলে জানা গিয়েছে।

হাওলার লেনদেনে যুক্ত! কংগ্রেসি মুখ্যমন্ত্রীর সহযোগীদের বাড়িতে আয়কর তল্লাশি

সূত্রের খবর অনুযায়ী প্রায় নয় কোটি টাকা পাওয়া গিয়েছে। দিল্লি এবং মধ্যপ্রদেশে ছটি জায়গায় অভিযান চলে বলে জানা গিয়েছে। নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়া দুই আধিকারিক নিজেদের পদ ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে যাওয়া আয়কর আধিকারিকদের ১৫ জনের একটি দল কমলনাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীন কক্করের ইন্ডোরের বিজয়নগরের বাড়িতে হানা দেয় ভোর তিনটে নাগাদ। এছাড়াও একই এলাকায় থাকায় অন্য ঠিকানাতেও হানা চলে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন:ভোট প্রস্তুতির মিটিং-এ বিরিয়ানি খাওয়া ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি! গ্রেফতার ৯ কংগ্রেস কর্মী ][আরও পড়ুন:ভোট প্রস্তুতির মিটিং-এ বিরিয়ানি খাওয়া ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি! গ্রেফতার ৯ কংগ্রেস কর্মী ]

আয়কর অফিদারদের সূত্রে জানা গিয়েছে, দুই আধিকারিক নির্বাচনের সময়ে হাওলার মাধ্যমে বড় পরিমাণ টাকার লেনদেন করেছিলেন।

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ছিন্দওয়ারায় কংগ্রেসের হয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন। সেখান থেকে তিনি যাবেন হোসেঙ্গাবাদ।

[আরও পড়ুন: 'হিন্দুধর্ম এখন সবচেয়ে হিংসাত্মক' মন্তব্য উর্মিলার, পরিণতিতে যা ঘটে গেল ][আরও পড়ুন: 'হিন্দুধর্ম এখন সবচেয়ে হিংসাত্মক' মন্তব্য উর্মিলার, পরিণতিতে যা ঘটে গেল ]

এর আগে কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকারের সহযোগিদের বাড়িতে আয়কর হানা হয়েছিল। যেই গটনার সমালোচনায় সরব হয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

English summary
Income Tax Raid in the Homes Of Kamal Nath's Aides In Delhi And Indore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X