আয়কর থেকে ড্রাইভিং লাইসেন্স - ১ অক্টোবর থেকে কোন কোন নিয়ম বদলে গিয়েছে, জেনে নিন একনজরে
এ বছরের ১ অক্টোবর থেকে মোটর ভিকেল, উজ্জ্বলা প্রকল্প, স্বাস্থ্য বিমা, ক্রেডিট ও ডেবিট কার্ডের বহু নিয়ম পরিবর্তন হচ্ছে। তাই আগে থেকে জেনে রাখা দরকার কী কী বদল হতে চলেছে। চলুন দেখে নিই ১ অক্টোবর থেকে কোন কোন রীতিতে বদল ঘটছে।

১) ড্রাইভিং লাইসেন্স ও আরসি–এর জন্য তথ্য যাচাইয়ে শারীরিকভাবে উপস্থিত নয়
গাড়ি চালানোর সময় আরসি এবং ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ তথ্যের হার্ড কপি এবার আর সঙ্গে করে নিয়ে ঘুরতে হবে না। এবার নির্দ্বিধায় এই দুই তথ্যের সফট কপি গাড়ির সঙ্গে যুক্ত করে নির্ভয়ে গাড়ি চালান। সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোটরযান ১৯৮৯ নিয়মের অন্তর্গত বহি সংশোধন বিজ্ঞাপন জারি করেছে, যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। নিত্যযাত্রীদের আরও সুবিধা দিতেই এই পদক্ষেপ নেওয়া। কেন্দ্র সরকার গাড়ির যাবতীয় কাজ ডিজিটালিইজড করে দিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স, ই-চালান সহ গাড়ি সংক্রান্ত সমস্ত ব্যাপারই এবার থেকে অনলাইনে হবে। যা তথ্য-প্রযুক্তির পোর্টালে ১অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে। গাড়ির চালকরা এবার থেকে তাঁদের গাড়ির নথিপত্র সংক্রান্ত কাজকর্ম কেন্দ্র সরকারের ডিগি-লকার বা এম-পরিবহনের মতো অনলাইন পোর্টালে করতে পারবে।

২) রুট নেভিগেশনের জন্য মোবাইল ফোন ব্যবহার হবে
সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয়ের মোটরযান বিধিমালা ১৯৮৯ সালের সংশোধন অনুসারে আপনি এখন রুট নেভিগেশনের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন যাতে গাড়ির চালক গাড়ি চালানোর সময় মনোযোগ হারিয়ে না ফেলেন।

৩) এলপিজি সংযুক্তিকরণ বিনামূল্যে নয়
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত (পিএমইউওয়াই) গ্যাস সংযুক্তিকরণের বিনামূল্য পদ্ধতি এবার ৩০ সেপ্টেম্বর ২০২০-তে শেষ হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রীসভার দ্বারা অনুমোদনের কারণে এই মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

৪) বিদেশি তহবিল স্থানান্তরের ওপর ৫% কর আদায় করা হবে
বিদেশি পর্যটন প্যাকেজ কেনার জন্য প্রবাসে যদি কোনও অর্থ পাঠানো হয় অথবা অন্য কোনও কারণের জন্য বিদেশে ৭ লক্ষের বেশি অর্থ পাঠানো হয় তবে ট্যাক্স-কালেক্টেড অ্যাট সোর্স (টিসিএস) শুরু হবে ১ অক্টোবর থেকে, নতুবা এই অর্থরাশি থেকে কিছু অর্থ কর হিসাবে কেটে নেওয়া হবে। বিদেশি পর্যটন প্যাকেজের জন্য ৫ শতাংশ কর এবং অন্য কোনও খাতে অর্থ পাঠালে তা ৭ লক্ষের বেশি হলে সেই অনুযায়ী করের টাকা ধার্য করা হবে।

৫) মিষ্টি বিক্রেতাদের এখন থেকে ‘বেস্ট বিফোর ডেট’ প্রদর্শন করতে হবে
এবার থেকে অন্যান্য পণ্যের মতো মিষ্টির ক্ষেত্রেও কতদিন পর্যন্ত তা তাজা ও ভালো থাকবে তা জানাতে হবে। মিষ্টির দোকানে এবার থেকে প্যাকেট না করা বা আলগা মিষ্টির ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার বোর্ড প্রদর্শন করতে হবে। ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম জারি করেছে।

৬) স্বাস্থ্য বিমার নতুন নিয়ম কার্যকর
৬) স্বাস্থ্য বিমার নতুন নিয়ম কার্যকর

৭) টিভির কেনা ব্যয়বহুল হতে পারে
১ অক্টবর থেকে ৫% আমদানি শুল্ক বাড়ানো হবে, যা এই মাসে শেষ পর্যন্ত ছাড় রয়েছে তারপর আর ছাড় দেওয়া যাবে না বলে জানিয়েছে সরকার। সরকারের ‘আত্মনির্ভর ভারত' প্রকল্পের আওতায় সরকার চাইছে দেশীয় পণ্যের ওপর মনোযোগ দিতে, যাতে আমদানি কমানো যায়। আমদানি শুল্কের ওপর এক বছরের ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

৮) আরবিআইয়ের নতুন ডেবিট–ক্রেডিট কার্ডের নিয়ম
ডেবিট ও ক্রেডিট কার্ডের সুরক্ষার জন্য আরবিআই নতুন নিয়ম জারি করেছে। যা ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, কার্ড ব্যহারকারীরা অপট-ইন বা অপট-আউট পরিষেবায় নথিভুক্ত করতে পারবেন, টাকা তোলার সীমা সহ আন্তর্জাতিক লেনদেন, অনলাইনে টাকা স্থানান্তর সবই করতে পারবেন।

৯) সর্ষের তেলের সঙ্গে অন্য তেলের মিশ্রণে নিষেধাজ্ঞা এফএসএসএআই
দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থার পক্ষ থেকে কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে যে সর্ষের তেলের সঙ্গে কোনওভাবেই অন্য তেল মেশানো যাবে না, যা ১অক্টোবর থেকে কার্যকর হবে। দেশের প্রতিটি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই একই নিয়ম বলবৎ থাকবে।

১০) নিউ ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স (টিসিএস)
আয়কর বিভাগ টিসিএসের বিধান প্রয়োগের জন্য নির্দেশিকা জারি করেছে, যার মধ্যে ই-কমার্স অপারেটর পণ্য ও পরিষেবাদি বিক্রয়ের জন্য এক শতাংশ কর হ্রাস করতে পারে। টিসিএস কার্যকর হবে ১ অক্টোবর থেকে।
বাবরি ধ্বংসের কলঙ্ক মুছে যেতেই মুখ খুললেন লালকৃষ্ণ আডবাণী, যা বললেন বিজেপির লৌহপুরুষ
{quiz_369}