For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকের পর বিজেপির টার্গেটে মধ্যপ্রদেশ! 'নতুন উপায়ে' বিধায়কদের কাছে টানার চেষ্টা

কর্নাটকে সরকার গঠনে সাফল্যের পর এবার বিজেপির লক্ষ্য মধ্যপ্রদেশ। আয়কর দফতরের ফাঁদে সেখানকার বহু বিধায়ক।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটকে সরকার গঠনে সাফল্যের পর এবার বিজেপির লক্ষ্য মধ্যপ্রদেশ। আয়কর দফতরের ফাঁদে সেখানকার বহু বিধায়ক। বিধায়কদের আয় সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে আয়কর দফতর। রাজনীতিবিদদের একাংশের মতে, এই ঘটনা মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে বড় ধাক্কা।

৩০ বিধায়ককে আয়কর নোটিশ

৩০ বিধায়ককে আয়কর নোটিশ

আয় সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যেই ৩০ বিধায়ককে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। অন্তর্নিহিত আয় নিয়ে তদন্ত শুরু করেছে আয়কর বিভাগ। তদন্ত চলছে তাদের ৫ বছরের আয়কর রিটার্ন নিয়েও। বিধায়কদের আয় এবং নির্বাচনের সময় এফিডেভিটে দেওয়া আয়ের হিসেবে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলেই অভিযোগ। এঁদের মধ্যে ১৬ জন বিধায়ককে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে।

৫ বিজেপি বিধায়ককে নোটিশ

৫ বিজেপি বিধায়ককে নোটিশ

৩০ বিধায়কের আয়ে অসঙ্গতি পাওয়া গেলেও ১৬ জনকে নোটিশ পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে ৫ জন বিজেপির, নয়জন কংগ্রেসের এবং এসপি এবং বিএসপির একজন করে বিধায়ক। যদি এইসব বিধায়ক সঠিক উত্তর দিতে না পারেন, তাহলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী।

এদিকে এই নোটিশ পাওয়ার পরে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা যুক্তি, যদি যড়যন্ত্রই হবে, তবে তাদের ৫ বিধায়কে কেন নোটিশ পাঠানো হবে।

মধ্যপ্রদেশে কংগ্রেসের আসন সংখ্যা

মধ্যপ্রদেশে কংগ্রেসের আসন সংখ্যা

মধ্যপ্রদেশ বিধানসভায় মোট আসন ২৩০। যার মধ্যে ২০৮-র ডিসেম্বরের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১১৪ টি। গরিষ্ঠতা থেকে ২ কম। পরে অবশ্য এসপি ও বিএসপি কংগ্রেসকে সরকার গঠনে সমর্থন করে।

English summary
Income Tax dept sends notice to 30 MLAs of Madhya Pradesh on their income
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X