For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটু ভেবে ছবি দিন সোশ্যাল মিডিয়ায়, না হলে বিপদ বাড়তে পারে

এবার সোশ্যাল মিডিয়ায় নজরদারির মাধ্যমেই আপনার খরচের ওপর নজরদারি করবে আয়কর বিভাগ। তাতেই কালো টাকার ওপর আপাতত নজরদারি করা সম্ভব বলে মনে করছে কেন্দ্র। আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে এই নজরদারি প্রক্রিয়া।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

এবার সোশ্যাল মিডিয়ায় নজরদারির মাধ্যমেই আপনার খরচের ওপর নজরদারি করবে আয়কর বিভাগ। তাতেই কালো টাকার ওপর আপাতত নজরদারি করা সম্ভব বলে মনে করছে কেন্দ্র। আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে এই নজরদারি প্রক্রিয়া।

একটু ভেবে ছবি দিন সোশ্যাল মিডিয়ায়, না হলে বিপদ বাড়তে পারে

মনে করুন নতুন গাড়ি কিনলেন। আনন্দে বন্ধুদের জানালেন। তাদের আবদারে ছবিটি তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে। কিংবা দামী নতুন ঘড়িটি হাতে কেমন লাগছে, সেই ছবি সমেত দিলেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাস আপনার আনন্দের অজান্তে আয়কর বিভাগের খাতায় নথিভুক্ত হয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে তথ্যের জন্য সোশ্যাল মিডিয়াকেই ভরসা করতে যাচ্ছে এই সরকারি বিভাগ।

'প্রজেক্ট ইনসাইট' নামের প্রকল্পটি চালু হতে যাচ্ছে আগামী মাস থেকেই। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্যের সঙ্গে যাচাই করা হবে আপনার খরচের ধরন এবং আপনার ঘোষিত আয়কে। সবকটি বিষয়ের তথ্য় যাচাই করে দেখার পরই ব্যবস্থা নেবে আয়কর বিভাগ।

একটু ভেবে ছবি দিন সোশ্যাল মিডিয়ায়, না হলে বিপদ বাড়তে পারে

আধারের সঙ্গে প্যান সংযুক্তির মাধ্যমে কোনও ব্যক্তির ঘোষিত আয় এবং সম্পত্তির হদিশ এখন সরকারের হাতে। ঘোষিত আয় এবং সম্পত্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আপনার ছবির মিলছে কিনা তা দেখতে চায় সরকার।

'প্রজেক্ট ইনসাইট' প্রকল্প চালু করতে ইতিমধ্যেই এল অ্যান্ড টি ইনফোটেকের সঙ্গে চুক্তি করেছে আয়কর বিভাগ। দেশে ট্যাক্সের জাল আরও বিস্তার করতেই এই চুক্তি। এই প্রকল্পের মাধ্যমে উচ্চমূল্যের লেনদেন প্রক্রিয়ায় নজরদারির মাধ্য়মে কালো টাকার ওপর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে দাবি এক আয়কর আধিকারিকের।

English summary
'Project Insight' will use social media info to deduce mismatches between spending pattern and income declaration. The project will help taxmen monitor high value transactions and curb the circulation of black money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X