For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর দাতাদের জন্য এমনই নতুন নির্দেশিকা আয়কর দফতরের

আয়কর দাতাদের যাবতীয় তথ্য আয়কর দফতরের পোর্টালে দিতে বলল আয়কর বিভাগ। যাঁরা আইটিআর ফাইল করেন এবং যাঁরা অনলাইনে কাজ সারেন তাঁদের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

আয়কর দাতাদের যাবতীয় তথ্য আয়কর দফতরের পোর্টালে দিতে বলল আয়কর বিভাগ। যাঁরা আইটিআর ফাইল করেন এবং যাঁরা অনলাইনে কাজ সারেন তাঁদের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। করদাতা এবং আয়কর বিভাগের মধ্যে যোগাযোগ ঠিক রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

আয়কর দাতাদের জন্য এমনই নতুন নির্দেশিকা আয়কর দফতরের

আয়কর দফতরের নির্দেশিকায় করদাতাদের নিজের ইমেল ছাড়াও যদি কোনও দ্বিতীয় ইমেল থাকে তা পোর্টালে দিতে বলেছে। এছাড়াও একের বেশি মোবাইল নম্বর দিতেও অনুরোধ করেছে। ঠিকানার কোন পরিবর্তন হয়ে থাকলে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত দিতেও অনুরোধ করেছে আয়কর দফতর।

পোর্টালে দেওয়া তথ্য যাচাইয়ের পর করদাতাদের কাছে ফোনে এসএমএসের মাধ্যমে এবং ইমেলে ওয়ানটাইম পাসোয়ার্ড পাঠাবে আয়কর দফতর।

আয়কর দাতাদের জন্য এমনই নতুন নির্দেশিকা আয়কর দফতরের

করদাতা এবং আয়কর দফতরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভাল করতেই এই পদক্ষেপ বলে দফতরের তরফে জানানো হয়েছে। বর্তমানে যাঁরা ই-ফাইলিং করেন ই-ফাইলিং অ্যাকাউন্টে ঢুকে তাঁদের প্রোফাইল আপডেট করতে হবে। আর যাঁরা ই-ফাইলিং-এ নথিভুক্ত আছেন কিন্তু ই-ফাইলিং অ্যাকাউন্ট সক্রিয়া নেই, তাঁদের নাম পুনরায় নথিভুক্ত করতে হবে।

করদাতাদের কাছে পাঠানো কোনও ইমেল যাতে ফিরে না আসে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পদস্থ এক আয়কর আধিকারিক। এইকসঙ্গে তিনি জানিয়েছেন, তথ্য আপডেট করার পরেই কোনও করদাতা তাঁদের অ্যাকাউন্টটি পুনরায় ব্যবহার করতে পারবেন।

English summary
Income Tax Department has asked taxpayers, who file ITRs and conduct other IT businesses online, to update their profiles and vital details on the official efiling portal to ensure an effective communication between the two.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X