For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ডোকলামের মতো ঘটনা আরও বাড়তে পারে' বলে এই সতর্ক বার্তা দিলেন সেনাপ্রধান

ডোকলাম ইস্যুতে মুখ খুলেই, সতর্ক থাকার বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেছেন ভবিষ্যতে ডোকলামের মতো ইস্যু আরও বাড়তে পারে।

  • |
Google Oneindia Bengali News

ডোকলাম ইস্যুতে মুখ খুলেই, সতর্ক থাকার বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেছেন ভবিষ্যতে ডোকলামের মতো ইস্যু আরও বাড়তে পারে। পাশপশি চিন যেভাবে নিজের অবস্থান থেকে সরে এসে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে এই ইস্যুতে, তা নিয়ও এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সেনা প্রধান।

'ডোকলামের মতো ঘটনা আরও বাড়তে পারে' বলে এই সতর্ক বার্তা দিলেন সেনাপ্রধান

পুনের এক বিশ্ববিদ্যালে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপিন রাওয়াত। তখনই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সীমান্তে দুটি দেশের সেনার মধ্যে এই ধরণের ঘটনা ঘটে থাকে। যার ফলে দুটি দেশের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তবে এই সমস্যা সমাধানের জন্য উচিত বন্দোবস্ত রয়েছে দু দেশের কাছেই।

এদিন তিনি বলেন, আশা করা হচ্ছে সমস্যা মিটে যাবে। তবে আমাদের সেনা একেবারেই মনে যেন না করে, যে এই ধরনের ঘটনা আর হবে না অন্য় সেক্টরে। তাই সব সময়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে হবে। পাশপাশি ডোকলাম ইস্যুতে তিনি বলেন, চিন নিজের অবস্থান থেকে সরে আসাতেই ঝামেলরা সূত্রপাত হয়েছে।

English summary
China is attempting to "change the status quo" on its border with India and incidents like the ongoing stand-off in the Doklam area are likely to "increase" in future, Army Chief General Bipin Rawat said today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X