For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনীতি অধ্যাপক জানেন না অডিট কী, অখিলেশের কথা শোনেননি ইতিহাস অধ্যাপক, বেহাল দশা উত্তরপ্রদেশে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আগরা, ১ জুলাই : বিহার বোর্ডের পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করার পরও রাষ্ট্র বিজ্ঞান কি তাই জানেন না রুবি রাই। কিন্তু তবুও তো তিনি শিক্ষার্থী। উত্তরপ্রদেশের শিক্ষকদের যা হাল, তাতে এরাজ্যে ছাত্রদের ভবিষ্যৎ যে অন্ধকারে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই।['হাতি'-র ইংরেজি বানান লিখতে ব্যর্থ গুজরাতের মন্ত্রী! দিলেন সাফাই-ও]

উত্তরপ্রদেশের কলেজের ইংরেজির সহযোগী অধ্যাপক 'evaluation'-এর বানান বলতে অক্ষম। অর্থনীতির অধ্যাপক জানেন না অডিট কী! IMF এর পুরো কথা তাদের মতে ইন্টারন্যাশনাল মানি ফাউন্ড। কিন্তু তার থেকেও ভয়ানক হল, কয়েকজন শিক্ষক তো জানেনই না অখিলেশ যাদব কে। ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল।

অর্থনীতি অধ্যাপক জানেন না অডিট কী, অখিলেশের কথা শোনেননি ইতিহাস অধ্যাপক, বেহাল দশা উত্তরপ্রদেশে

বিএ ইংরাজি, ইতিহাস ও অর্থনীতি পরীক্ষার উত্তরপত্র সোমবার ইনস্টিটিউট অফ টুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (আইটিএইচএম)-এ মূল্যায়ণ করার সময় গোটা বিষয়টা সামনে আসে। কেন্দ্রের মূল্যায়ণ আধিকারিকের সন্দেহ হয় দুই শিক্ষকের যোগত্যার উপর। উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজের ২ শিক্ষককে এরপর জিজ্ঞাসাবাদ করা হয়। [(ছবি) বলিউডের সেরা অনস্ক্রিন শিক্ষক]

এদের মধ্যে একজন হলেন, বারেলির মহাত্মা ফুলে রোহিলখণ্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সহযোগী অধ্যাপক শ্যাম বাহাদুর। অন্যজন হলেন জোউনপুরের বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সহযোগী অধ্যাপক অনিলকুমার পাল। দুজনেই এক দশক ধরে অধ্যাপনা করছেন। ['গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক, মামলার নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের]

আইটিএইচএম-এর অধিকর্তা জানিয়েছেন, মূল্যায়ণের আবেদন জানিয়ে ২ লাইনের যে চিঠি লিখেছেন ইংরেজির শিক্ষক তার বানান ভুল, গ্রামার ভুল। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতেও ব্যর্থ শ্যাম বাহাদুর।

অন্যদিকে অনিলবাবু অডিটের মানে ব্যাখ্যা করতে পারেননি। IMF যে 'ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড' তাও জানা নেই অর্থনীতির অধ্যাপকের। উত্তরটা বলে দেওয়ার পরও তিনি খাতায় লিখেছেন 'ইন্টারন্যাশনাল মানি ফাউন্ড'। [নিজের লেখা খাতা নিজেই দেখে ছাত্র পেল ১০০/১০০]

এই দুই শিক্ষককেই ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই ধরণের শিক্ষকদের কাছে ডিগ্রি থাকে, তাদের বিশাল অভিজ্ঞতা দেখানো হয়। কিন্তু এই ডিগ্রিগুলি তারা কীভাবে পেয়েছেন তাও তদন্তসাপেক্ষ।

English summary
In UP, an economics professor who dosen't know what is Audit, History Professor never heard about Akhilesh Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X