For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের মুদ্রায় গান্ধীজির ছবি রাখার আর্জি ! আর্জি জানিয়ে চিঠি ঋষি সুনাকের

ব্রিটেনের মুদ্রায় গান্ধীজির ছবি রাখার আর্জি ! চিঠি পাঠালেন ঋষি সুনাকের

  • |
Google Oneindia Bengali News

এ যেন খানিকটা ' যার কয়েন, তাঁকে ফিরিয়ে' দেওয়ার মতো ঘটনা। ব্রিটিশ সরকারের ২০০ বছরের রাজত্বে ভারত এককালে দেখেছে ভারতীয় মুদ্রায় একাধিক ব্রিটিশ রাজা রাজরানীদের মুখ। আর এবার ঠিক চার উল্টো দিক দেখতে চলেছে বিশ্ব।

 ব্রিটেনের মুদ্রায় গান্ধীজির ছবি রাখার আর্জি ! চিঠি পাঠালেন ঋষি সুনাকের

এবার ব্রিটেনের মুদ্রায় গান্ধীজির ছবি রাখার আবেদন জানালেন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তিত্ব সেদেশের চ্যান্সেলর। আর শ্বেতাঙ্গ নয় এমন ব্যক্তিত্বদের কৃতিত্বকে উদযাপন করতে গান্ধীজি সহ একাধিক ব্যক্তিত্বের নাম এবার উঠে এসেছে ব্রিটেনের মুদ্রার জন্য।

সেই মুদ্রায় একাধিক ব্যক্তিত্ব যাঁরা মূলত শ্বেতাঙ্গ হিসাবে পরিচিত নন, তাঁদেরই ছবি মুদ্রায় রেখে তাঁদের কুর্নিশ জানাবে বলে, ঠিক করেছে ব্রিটেন। ২০১৯ সাল থেকেই ব্রিটেনের মুদ্রায় গান্ধীজির ছবির ছার রাখার কথা হচ্ছে। তিনি ছাড়াও ব্রিটেনের কয়েনের জন্য ভারতীয় গুপ্তচর নূর ইনায়াত খান ও জামাইকাতে ব্রিটিশ নার্স মারে সিকোলের নাম উঠেছে।

এদিকে, সুনাক একটি চিঠিতে ব্রিটেনের মুদ্রা বিষয়ক সংশ্লিষ্ট দফতরকে গান্ধীজির নামের স্বপক্ষে বার্তা দিয়েছেন। 'উই টু বিল্ড ব্রিটেন' নামক এক উদ্যোগের অংশ হিসাবে এই চিঠি পাঠান সুনাক।

অগ্নিগর্ভ ইজরায়েল! করোনা সঙ্কটের আবহে গোটা দেশেই বাড়ছে নেতানিয়াহু-বিরোধী আন্দোলন অগ্নিগর্ভ ইজরায়েল! করোনা সঙ্কটের আবহে গোটা দেশেই বাড়ছে নেতানিয়াহু-বিরোধী আন্দোলন

English summary
In UK coin Rishi shunak pitches for Mahatma Gandhi's picture on UK coins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X