For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tripura Elections 2023: ত্রিপুরায় জয় লুকিয়ে ২০ আসনে! মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে চলছে চূড়ান্ত অঙ্ক কষা

ত্রিপুরায় বিজেপির সঙ্গে লড়াই বাম-কংগ্রেসের। রয়েছে তৃণমূলও। অন্যদিকে ৪০টির বেশি আসনে লড়াই করছে তিপ্রা মোথা। সেখানে জয় লুকিয়ে রয়েছে একতৃতীংশ আসনে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মর্যাদা পাওয়ার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরায় নির্বাচনী লড়াই মূলত বাম-কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিজেপি ক্ষমতা দখল করেছে আর উপজাতি অধ্যুষিত এলাকায় উঠে এসেছে প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রা মোথা। এবার ফলাফল কোন দিকে যায়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সকলেই।

 স্বশাসিত জেলাপরিষদ নির্বাচনে সাফল্য

স্বশাসিত জেলাপরিষদ নির্বাচনে সাফল্য

ত্রিপুরা বিধানসভার একতৃতীয়াংশ আসন অর্থাৎ ২০ টি আসন সেখানকার উপজাতিদের জন্য সংরক্ষিত। এই উপজাতি অধ্যুষিত এলাকাতেই স্বশাসিত জেলা পরিষদের ২৮ টি আসন রয়েছে। বাকি দুটি আসনে প্রার্থী পছন্দ করেন রাজ্যের রাজ্যপাল। এই ২৮টির মধ্যে ১৮ টিতে জয় পায় তিপ্রা মোথা। অন্যদিকে সাতটি গিয়েছিল বিজেপির দখলে। বাম-কংগ্রেসের কোনও আসন ছিল না। তবে আগেকার নির্বাচন অর্থাৎ ২০১৫-র নির্বাচনে ২৮ টি আসনের মধ্যে ২৫টিই পেয়েছিল বামেরা।

ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে তিপ্রামোথা

ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে তিপ্রামোথা

২০২১-এর এপ্রিলে ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ২৮টির মধ্যে বেশিরভাগ আসনে জয়লাভ করে তিপ্রামোথা। এরপর থেকে উপজাতি এলাকায় তাদের কার্যকলাপ আরও বাড়িয়েছেন প্রদ্যোত মাণিক্য দেববর্মা এবং তাঁর দল তিপ্রামোথা। সেক্ষেত্রে ২০টি উপজাতি আসনে জয়ের সংখ্যার নিরিখে সরকার তৈরির ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে তিপ্রা মোথা।

শেষ মুহুর্তে বামেদের সঙ্গে কথা

শেষ মুহুর্তে বামেদের সঙ্গে কথা

তিপ্রা মোথা এবারের নির্বাচনে ৪০ টির বেশি আসনে প্রার্থী দিয়েছে। তার মধ্যে রয়েছে ২০ টি উপজাতি অধ্যুষিত আসন। তবে প্রথমে তারা বাম-কংগ্রেস এবং পরে বিজেপির সঙ্গে জোটের অনুরোধ প্রত্যাখ্যানের পরেও মনোনয়ন প্রত্যাহারের আগে বামেদের সঙ্গে কথা চালাচ্ছে তারা। প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা নিজেই সিপিএম রাজ্য সম্পাদক তথা সাব্রুমের সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে ফোন করে তাঁর কেন্দ্রে প্রার্থী না দেওয়ার কথা জানান। এছাড়াও যে কেন্দ্রে বাম কিংবা তিপ্রা মোথার প্রার্থী নেই এমন কেন্দ্রে একে অপরের প্রার্থীকে সাহায্য করতেও প্রাথমিক কথা চলছে বলে সূত্রের খবর। অন্যদিকে তিনটি আসন থেকে কংগ্রেসকে প্রার্থী তুলতে চাপ দিতে সিপিআইএম তথা বামেরা ৬০ টি আসনেই প্রার্থী দিয়েছে। সেই পরিস্থিতি ২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহারের পরে লড়াইয়ের চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে।

 ১৬ ফেব্রুয়ারি ভবিষ্যৎ নির্ধারণ

১৬ ফেব্রুয়ারি ভবিষ্যৎ নির্ধারণ

১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট দেবেন সেখানকার প্রায় ৩০ লক্ষ মানুষ। ৬০ টি আসনে প্রার্থীর সংখ্যা ২০০-র ওপরে। তিপ্রা মোথার বৃহত্তর তিপ্রাল্যান্ডের দাবির পরেও সেখানকার উপজাতিরা কোন পক্ষে ভোট দেন এখন সেটাই দেখার।

লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন! ২০২৩-এর বাজেট কি পরীক্ষায় উত্তীর্ণ করবে বিজেপিকে লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন! ২০২৩-এর বাজেট কি পরীক্ষায় উত্তীর্ণ করবে বিজেপিকে

English summary
In Tripura, the assembly election victory depends on 20 seats reserved for Schedule tribes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X