For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Road Accidents: ২০২১-এ প্রতি ঘন্টায় ১৮ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! রইল বিস্তারিত

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০২১ এর সড়ক দুর্ঘটনার একটি রিপোর্ট সামনে এনেছে! যা কার্যত চমকে দেওয়ার মতো তথ্য! রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে দেশে মোট ৪,১২,৪৩২ টি দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে ১,৫৩,৯৭২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে

  • |
Google Oneindia Bengali News

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০২১ এর সড়ক দুর্ঘটনার একটি রিপোর্ট সামনে এনেছে! যা কার্যত চমকে দেওয়ার মতো তথ্য! রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে দেশে মোট ৪,১২,৪৩২ টি দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে ১,৫৩,৯৭২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, ঘটনায় ৩,৮৪,৪৪৮ জন আহত হয় বলেও প্রকাশিত ওই তথ্যে সামনে এসেছে। তবে সবথেকে বেশি দেশে বাইক দুর্ঘটনা ঘটেছে বলেও প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে।

 সিট বেল্ট না পরার কারণে ১৬,৩৯৭ জনের মৃত্যু হয়েছে

সিট বেল্ট না পরার কারণে ১৬,৩৯৭ জনের মৃত্যু হয়েছে

রিপোর্ট অনুসারে ২০২১ সালে মোট ১৬ হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে শুধু মাত্র সিট বেল্ট না লাগানোর কারণে। যার মধ্যে শুধুমাত্র চালক অর্থাৎ ড্রাইভার রয়েছে ৮ হাজার ৪৩৮ জন। আর বাকি ৭,৯৫৯ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। অন্যদিকে হেলমেট না পড়ার কারণেও বহু মানুষের মৃত্যু হয়েছে। আর সেই সংখ্যাটি হল- ৪৬ হাজার ৫৯৩ জন। যার মধ্যে ৩২,৮৭৭ জন চালক এবং ১৩,৭১৬ জন যাত্রী ছিলেন বলেও প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে।

অন্যদিকে রিপোর্ট অনুসারে ২০২১ সালে হেলমেট না পরার কারণে ৯৩,৭৬৩ জন এবং সিট বেল্ট না পরার কারণে ৩৯,২৩১ জন আহত হয়েছেন। বলে রাখা প্রয়োজন, দুর্ঘটনা রুখতে বারবার সিট বেল্ট এবং হেলমেট পড়ার উপর জোর দেওয়া হয়। কিন্তু এরপরেও মানুষ তা এড়িয়ে যান এবং যার ফলে দুর্ঘটনার কারণ ঘটে। এবং মৃত্যু পর্যন্ত হয়।

কোন রাস্তায় কত দুর্ঘটনা

কোন রাস্তায় কত দুর্ঘটনা

২০২১ দেশে রেকর্ড করা ৪,১২,৪৩২টি দুর্ঘটনার মধ্যে ১,২৮,৮২৮টি (31.2 শতাংশ) ঘটেছে ন্যাশানাল (NHs) হাইওয়েতে। এর মধ্যে রাজ্য সড়ক (SH)-এ ৯৬ হাজার ৩৮২ টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও অন্যান্য রাস্তাগুলিতে ১,৮৭, ২২৫ টি দুর্ঘটনা ঘটেছে বলে মন্ত্রকের তরফে উঠে আসা রিপোর্টে জানা যাচ্ছে।

বাইকে দুর্ঘটনা সবথেকে বেশি

বাইকে দুর্ঘটনা সবথেকে বেশি

রাস্তা-ব্যবহারকারীর শ্রেণীবিভাগের পরিপ্রেক্ষিতে, ২০২১ সালে মোট মৃত্যুর মধ্যে টু-হুইলার রাইডারদের সবচেয়ে বেশি (45.1 শতাংশ) মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে পথচারী রাস্তা-ব্যবহারকারী এবং 18.9 শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২০২১ সালে ১০ লাখেরও বেশি মানুষ বাস করে এমন শহরে দুর্ঘটনার রেট ১৬.৩ শতাংশ। যা দেশের মোট দুর্ঘটনার ৯.৯ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

২০২০ সালের একটি হিসাব-

২০২০ সালের একটি হিসাব-

মারাত্মক সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০২০ সালে ১,২০,৮০৬ থেকে বেড়ে ২০২১ সালে ১,৪২,১৬৩ হয়েছে। যা গত বছরেরে তুলনায় ১৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

English summary
in the year 2021 in India 1,53,972 people killed only due to road accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X