For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌লকডাউনের জেরে ভারত সহ গোটা বিশ্বে পর্ন সাইটে দর্শকের সংখ্যা বেড়েছে

‌লকডাউনের জেরে ভারত সহ গোটা বিশ্বে পর্ন সাইটে দর্শকের সংখ্যা বেড়েছে

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে দাপট বেড়েই চলেছে, তার সঙ্গে দূরত্ব বেড়েছে মানুষের মধ্যে। কারণ, সামাজিক দূরত্ব এই সংক্রমণের গতি রোধ করার একমাত্র পথ। বাড়িতে বন্দীদশায় তাই এখন অনেকেই মজেছেন পর্ন দর্শনে। ২১ দিনের লকডাউনে তাই এ দেশে লাফিয়ে বেড়েছে পর্ন ছবি দেখার প্রবণতা।

২৪ মার্চের পর থেকে পর্ন সাইটে বেড়েছে ভারতীয় দর্শক

২৪ মার্চের পর থেকে পর্ন সাইটে বেড়েছে ভারতীয় দর্শক

২ এপ্রিল পর্নহাবের ট্রাফিক ডাটা অনুযায়ী, ২৪ মার্চ লকডাউন ঘোষণা করার পর থেকে পর্ন সাইটগুলিতে ভারতীয়দের আনাগোনা বেড়ে গিয়েছে। এরই মাঝে পর্নহাব তাদের ‘প্রিমিয়াম সার্ভিস' বিনামূল্যে পরিষেবা করে দেওয়ার ফলে বিভিন্ন সাইটে হঠাৎ দর্শকসংখ্যা একলাফে বেড়ে গিয়েছে বহুগুণ। এরমধ্যে ভারতীয়দের সংখ্যা নেহাত কম নয়। মার্চে ভারতেই পর্ন সাইটে দর্শকসংখ্যা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, ২৪ মার্চ ভারত থেকে ২৩ শতাংশ মানুষ পর্ন সাইট দর্শন করেছিল, সেটা ২৭ মার্চ বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।

বিনামূল্যে পর্ন দেখার সুযোগ

বিনামূল্যে পর্ন দেখার সুযোগ

তবে গত সপ্তাহে এই হার সামান্য কমেছিল, কিন্তু তাও ১ এপ্রিল পর্যন্ত তা ৬৪ শতাংশে ছিল। এর অর্থ হল ভারতীয়রা সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি বিনামূল্যে পর্নও দেখছেন। তবে শুধু ভারতেই নয়, আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, রাশিয়া সহ অন্যান্য দেশগুলিও পর্নহাবে পর্ন দেখছে, যার ফলে এইসব দেশেও দর্শক সংখ্যা বেড়েছে বই কমেনি। ১৬ মার্চ আর ১৭ মার্চের সন্ধিক্ষণে বিশ্বজুড়ে রাত ২টোর সময় পর্নসাইটে ট্রাফিক বেড়েছিল ৩১.৫%। তারপর দিনের বেলা ক্রমশ কমতে কমতে দুপুর একটার সময় আবার ট্রাফিক বাড়ে ২৬.৪%।

ভারতে দর্শক সংখ্যার রমরমা

ভারতে দর্শক সংখ্যার রমরমা

তবে এসবের থেকে ভারতেই দর্শক সংখ্যা বেশি। জানা গিয়েছে, পর্নহাব প্রথমে আমেরিকা, ইতালি ও স্পেনে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে করার প্রস্তাব রাখে, কারণ এই দেশগুলিতেই করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে। কিন্তু এরপর এই মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পরায় এই প্রস্তাবটিও সব দেশের জন্য প্রযোজ্য হয়ে যায়। পর্ন হাবের সূত্র অনুযায়ী, গত ১১ মার্চ সারা পৃথিবীতে পর্ন সাইটে সবথেকে বেশি ট্রাফিক ছিল ইটালিতে। অন্যান্য কাজের দিনের তুলনায় সে দিন ইটালিতে ট্রাফিক বেড়েছিল ১৩.৮%। সেই তালিকায় ভারত ছিল সাত নম্বরে। এখানে পর্ন সাইটে ট্রাফিক সে দিন বেড়েছিল ৮.৩%। বাড়ি থেকে কাজের বাড়বাড়ন্ত এবং ঘরবন্দি থাকার ফলেই বিপুল মানুষ পর্ন দেখছেন বলে মনে করা হচ্ছে।

English summary
It isn't just India, the entire world has seen a spike in porn watching with Porn Hub recording a spike across several countries including the United States, United Kingdom, Italy, Spain and Russia among others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X