সদস্যদের হাতে তাড়াতাড়ি টাকা পৌঁছতে ব্যবস্থা,অনলাইনে জন্মের প্রমাণ জমা নিয়ে নতুন সিদ্ধান্ত ইপিএফ-এর
দেশব্যাপী লকডাউন। অর্থনীতি বিধ্বস্ত। এই পরিস্থিতিতে ইপিএফও থেকে কর্মী, শ্রমিকদের টাকা তোলার পদ্ধতি সরল করেছিল কর্তৃপক্ষ। নুতন এক নির্দেশিকায় তারা জানিয়েছেন, সদস্যরা অনলাইনে তাঁদের জন্মতারিখ সংশোধন করতে পারবেন। তবে তা আধারকে অনুসরণ করে করতে হবে।

আধারের জন্ম তারিখ বৈধ
ইপিএফ-এর তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, আধারে থাকা জন্মের তারিখকেই বৈধ প্রমাণ হিসেবে ধরা হবে। তিনবছরের কম সময়ে যদি যদি দুটি জন্ম তারিখ দেখা যায়, তাহলে এই নীতি প্রযোজ্য হবে।

সংশোধনে কম সময়
সদস্যরা অনলাইনের তাঁদের আবেদন জানাতে পারবেন। ফলে ইউআইডিএআই-এর সহযোগিতায় সদস্যদের জন্ম তারিখ সংশোধন করা যাবে। সংশোধনে কম সময় লাগার পাশাপাশি পামণও যথাযথ হবে বলেই মনে করছে ইপিএফও।

আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ
ইপিএফও ইতিমধ্যেই তাদের ফিল্ড অফিসগুলিকে জানিয়েছে, কর্মীদের অনলাইন অনুরোধে যেন তাড়াতাড়ি নিষ্পত্তি করা হয়। কেননা লকডাউনের জেরে অনেক সদস্যই আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন।