For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মু্ম্বইয়ে কমছে আক্রান্তের সংখ্যা, দ্বিতীয় ঢেউয়ের ফাঁড়া কাটিয়ে নতুন আশার আলো বাণিজ্য নগরীতে?

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশের পাশাপাশি মুম্বইয়েও খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। এমনকী মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। সেখানে সোমবার মুম্বইে করোনার কবলে পড়েন ৩ হাজার ৮৭৬ জন। যা রবিবার ছিল ৫ হাজার ৫৪২ ও শনিবার ছিল ৫ হাজার ৮৮৮। অন্যদিকে সংক্রমণের হারেও বেশ কিছুটা পারাপতন লক্ষ্য করা গিয়েছে বলা জানা যাচ্ছে।

মু্ম্বইয়ে কমছে আক্রান্তের সংখ্যা, দ্বিতীয় ঢেউয়ের ফাঁড়া কাটিয়ে নতুন আশার আলো বাণিজ্য নগরীতে?

পরিসংখ্যান বলছে আজ থেকে ১৪ দিন আগে্ও মুম্বইয়ে করোনা সংক্রমণের হার ছিল ১৭.৫ শতাংশ যা বর্তমানে ১৩.৬ শতাংশে নেমে গিয়েছে। অন্যদিকে মুম্বইয়ের পৌর আধিকারিকদের মতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ফাঁড়া কাটিয়ে ফেলেছে মু্ম্বই। এখন থেকে রোজই কমতে থাকবে আক্রান্তের সংখ্যা। যদিও তা মানতে নারাজ অনেকেই। অেকে আবার বলছেন লকডাউনের সুফলেই এই পারাপতন। অন্যদিকে গত দুদিনে মু্ম্বইয়ে করোনা পরীক্ষার পরিমাণও অনেকটাই কমেছে বলে জানা যাচ্ছে। শনিবার বাণিজ্যনগরীতে ৪০ হাজার ২৯৮ টি করোনা পরীক্ষা করা হলেও রবিবার তা কমে দাঁড়ায় ২৮ হাজার ৩২৮। যার ফলে করোনা পজেটিভিটির পরিমাণ কমেছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

অন্যদিকে এক সপ্তাহ আগে মু্ম্বইয়ে প্রত্যহ ৫৫ থেকে ৬০ হাজার করোনা পরীক্ষা করা হচ্ছিল।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩,২৩,১৪৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। তার আগের দিন দেশে ৩,৫২,৯৯১ জন কোভিড পজিটিভের রিপোর্ট মেলে। এই নিয়ে পরপর ৬ দিন দেশে দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষ পার করল। ৬ দিনেই ভারতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এই নিয়ে টানা ৭ দিন দৈনিক ২ হাজারের বেশি মৃত্যু দেখল গোটা দেশ।

English summary
second wave is going to cut? The number of corona cases is declining in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X