For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরছে হাল! করোনা আতঙ্কের মাঝেই আনলক পর্বে জুলাই জুড়ে বিক্রি বাড়াল দু-চাকার

ফিরছে হাল! করোনা আতঙ্কের মাঝেই আনলক পর্বে জুলাই জুড়ে বিক্রি বাড়াল দু-চাকার

  • |
Google Oneindia Bengali News

দেশব্যপী করোনা প্রাদুর্ভাবের জেরে দীর্ঘ লকডাউনে কম বেশি সমস্ত ব্যবসাই বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আড়াই মাস রাস্তা শুনশানই ছিল, বন্ধ ছিল অফিস, কর্মক্ষেত্রও। এমতাবস্থায় লকডাউনের শুরুতে গাড়িবিক্রিও প্রায় তলানিতে ঠেকেছিল। কিন্তু লকডাউন শিথিল হতেই ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দু-চাকা বিক্রি। জুলাই মাসে জুন মাসের তুলনায় প্রায় ১৪% গাড়ি বিক্রি বেড়েছে বলে জানা যাচ্ছে।

লকডাউন থেকে আনলক হতেই বিক্রি বাড়ছে দু-চাকার

লকডাউন থেকে আনলক হতেই বিক্রি বাড়ছে দু-চাকার

লকডাউনে ঘরবন্দী থাকাটাই ছিল সর্বাগ্রে কাম্য, স্বভাবতই তাই বিক্রি হয়নি নতুন গাড়ি। তবে আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে বিক্রি বেড়েছে দু-চাকার। ওয়াকিবহাল মহলের মতে পাব্লিক ট্রান্সপোর্ট প্রায় বন্ধ থাকাতেই এতটা বিক্রি বেড়েচগে দু-চাকার। হিরো মোটো, হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া, টিভিএস মোটর এবং রয়েল এনফিল্ডের মত গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির জুন মাসে বিক্রি ছিল ৬৩২,৪৪৯ ইউনিট যা জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯,০৪৫ ইউনিট।

চলতি বছরে জুলাই মাসে গত বছরের তুলনায় সামান্যই কমেছে বিক্রি

চলতি বছরে জুলাই মাসে গত বছরের তুলনায় সামান্যই কমেছে বিক্রি

আগের মাস গুলিতে ব্যবসায় মন্দার কারণে আগের বছরের তুলনায় এবছর জুলাই মাসে ৪.৪% কমেচগে গাড়ি বিক্রি। তবে আগের মাসের তুলনায় এমাসে ১৪% গাড়ি বিক্রি বাড়ায় খানিক আশার আলো দেখছেন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। এপ্রিলে গাড়ি বিক্রি প্রায় শূন্যতে ঠেকেছিল, মে জুনে ঢিমেতালে বিক্রি চললেও জুলাইয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে গাড়ি বিক্রি।

দু-চাকা বিক্রিতে শীর্ষে হিরো মোটো, হন্ডা মোটরসাইকেলস

দু-চাকা বিক্রিতে শীর্ষে হিরো মোটো, হন্ডা মোটরসাইকেলস

জুলাই মাসে দু-চাকার বিক্রি বাড়তেই বাজার গরম করেছে শীর্ষ দুটি মোটরসাইকেল সংস্থার বাইক, স্কুটার। হিরো মোটো কর্প জুলাই মাসে ৫০৬,৯৪৬ ইউনিট স্কুটার ও বাইক বিকিয়েছে। পাশাপাশি, জুনের বিক্রির থেকে প্রায় ৫৩% বিক্রি বেড়েছে হন্ডা মোটরসাইকেলেরও। জুলাইয়ে হন্ডার বিক্রি করেছে ৩০৯,৩৩২ ইউনিট দু-চাকার গাড়ি।

করোনা সংক্রমণের ভয়েই বিক্রি বাড়ছে ব্যক্তিগত যানবাহনের

করোনা সংক্রমণের ভয়েই বিক্রি বাড়ছে ব্যক্তিগত যানবাহনের

বলা বাহুল্য যে করোনা আশঙ্কা যেভাবে মানুষের মধ্যে জেঁকে বসেছে সেখানে আনলক প্রতিক্রিয়াতে মানুষ কারণ ব্যক্তিগত পরিবহন ব্যবহারকেই শ্রেয় মনে করছেন। এতে সংক্রমণের ভয় বেশ অনেকটাই কম। তাই আর্থিক টানাপড়েন থাকা সত্ত্বেও মানুষ হয় নিজের সঞ্চিত টাকা খরচা করেই কিনছেন গাড়ি। অন্য দিকে, স্বল্পসঞ্চয়ী এবং গ্রামাঞ্চলের মানুষ বেশি করে কিনছে দু-চাকা গাড়ি। ফলতঃ করোনা আশঙ্কাতেই রমরমিয়ে বিক্রি বাড়ছে দুচাকার।

করোনা আক্রান্ত অমিত শাহ, টুইটে বার্তা দিয়েই ভর্তি হলেন দিল্লির এইমসেকরোনা আক্রান্ত অমিত শাহ, টুইটে বার্তা দিয়েই ভর্তি হলেন দিল্লির এইমসে

English summary
in the midst of the corona epidemic bikes sales are increasing in the unlock episode throughout july
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X