For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সঙ্কটে মন্দার বাজারেও একাধিক উচ্চপদস্থ পদে নতুন নিয়োগ ওলা ইলেকট্রিকে

করোনা সঙ্কটের মন্দার বাজারেও একাধিক উচ্চপদস্থ পদে নতুন নিয়োগ ওলা ইলেকট্রিকে

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের মাঝে আর্থিক মন্দায় জেরবার গোটা দেশ। একের পর এক সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। অ্যাপ ক্যাব সার্ভিস উবরের পর কয়েকদিন আগে ওলাকেও প্রায় ১৪০০ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে দেখা যায়। কিন্তু তার মাঝেও ওলার একটি ভিন্ন শাখায় উচ্চপদস্থ পদে বেশ কিছু নতুন কর্মী নিয়োগের চল দেখা যাচ্ছে।

আরও উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের পরিকল্পনা ওলা ইলেকট্রিকের

আরও উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের পরিকল্পনা ওলা ইলেকট্রিকের

সম্প্রতি ওলার বৈদ্যুতিন গাড়ি পরিষেবা ওলা ইলেকট্রিক মোবিলিটি বা ওইএম বিথল আচার্যকে তাদের নতুন প্রধান এইচআর রূপে নিয়োগ করেছে। এই কঠিন সময়েও ওলা ইলেকট্রিক কর্মী ছাঁটাইয়ের বদলে নতুন কর্মী নিয়োগের পথেই হাঁটছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আগামী মাস গুলিতে তারা কমপক্ষে আরও আধ-ডজন উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ করার পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে।

মিশন ইলেকট্রিকের ডাক ওলার

মিশন ইলেকট্রিকের ডাক ওলার

বর্তমানে সারা দেশব্যাপী একটা নতুন লক্ষ্য নিয়ে ব্যবসা প্রসারের সিদ্ধান্ত নিয়েছে ওইএম। সূত্রের খবর, ইতিমধ্যেই তেলের বদলে সাড়া দেশে ইলেকট্রিক গাড়ির প্রচলন ঘটাতে উঠে পড়ে লেগেছে তারা। ইতিমধ্যেই ‘মিশনঃ ইলেকট্রিকেরও' ডাক দেওয়া হয়েছে তাদের তরফে ওলা ইলেকট্রিকের তরফে।

কি বলছেন ওলার মুখপাত্র

কি বলছেন ওলার মুখপাত্র

এই প্রসঙ্গে বলতে গিয়ে ওলা ইলেকট্রিকের মুখপাত্র বলেন, "আমরা ওলা ইলেকট্রিকের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ চালাচ্ছি। এরজন্য আমরা গোটা ভারত জুড়ে প্রায় ৭৫টি শীর্ষস্থানীয় বিজনেস স্কুল এবং প্রথম সারির টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান গুলি থেকেও নতুন কর্মী নিয়োগ করছি।

কোন কোন সংস্থা ছেড়ে ওলা যোগ দিলেন উচ্চপদস্থ আধিকারিকেরা ?

কোন কোন সংস্থা ছেড়ে ওলা যোগ দিলেন উচ্চপদস্থ আধিকারিকেরা ?

এদিকে গত ছয় মাস ধরেই ওলা ইলেকট্রিকে নতুন কর্মী নিয়োগ জারি রয়েছে বলে জানা যাচ্ছে। কিছু দিন আগেই চিফ বিজনেস অফিসার হিসাবে কাজে যোগ দেন সঞ্জয় ভান। সূত্রের খবর, তিনি এর আগে হিরো মটোকর্পে কর্মরত ছিলেন। পাশাপাশি একটি চিনা অটোমোবাইল সংস্থা ছেড়ে ওলা ইলেকট্রিকের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিং পদে যোগ দেন রজার লুনি। পাশাপাশি বিথল আচার্যও এর আগে স্টেরলাইট পাওয়ার ছেড়ে বর্তমানে ওলার বর্তমান প্রধান এইচআরের পদে যোগ দিয়েছেন বলে খবর।

করোনা আতঙ্কে কোপ পড়ল রোমান্সে, ঘনিষ্ঠ সেলফি নিয়ে কড়া নির্দেশিকা শহরের রেস্তরাঁ, কাফেতেকরোনা আতঙ্কে কোপ পড়ল রোমান্সে, ঘনিষ্ঠ সেলফি নিয়ে কড়া নির্দেশিকা শহরের রেস্তরাঁ, কাফেতে

English summary
In the crisis market, Ola Electric has hired several high-ranking officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X