বিতর্কের মাঝেই নতুন সংসদ ভবনের ভূমিপুজো মোদীর, জাতির উদ্দেশ্যে ভাষণে কী বলবেন প্রধানমন্ত্রী
দেশজোড়া বিতর্ককে পিছনে ফেলে অবশেষে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব নির্ধারিত সময়সূচী মেনে ১০ ডিসেম্বর সকাল থেকেই চলছে ভূমিপূজার কাজও। সূত্রের খবর, শিলান্যাস পর্বের কাজ মিটতেই বৃহঃষ্পতিবার দুপুর ২.১৫ থেকেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী। এদিকে শিলান্যাস পর্বে অনুমতি মিললেও নতুন সংসদ ভবন নির্মাণ সহ গোটা সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের নির্মাণকাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্ট।

এদিকে শিলন্যাস পর্বের আগেই রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট পর্যন্ত গোটা রাজপথেই খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছিল কেন্দ্র। এই প্রকল্পে জমি সংক্রান্ত সমস্যা, করোনাকালে মাত্রারিক্ত খরচ, গাছ-কাটা সহ একাধিক বিষয়ে ইতিমধ্যেই মামালা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আর তারজেরেই সম্প্রতি গোটা প্রকল্পে স্থগিতাদেশ দিয়েছে কেন্দ্র। আর সেকথা মাথায় রেখেই শিলান্যাস পর্ব সারলেও নির্মাণকাজ বন্ধ রাখার প্রতিশ্রুতিও দিয়েছে মোদী সরকার।
এদিকে প্রাথমিক পর্যায়ে ২০২২ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের আগেই সমগ্র প্রকল্পের কাজ শেষ করতে চাইছিল কেন্দ্র। সেখানে শুধুমাত্র নতুন সংসদ ভবন নির্মানের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৯৭১ কোটি টাকা। বাকী গোটা সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা। এমনকী কাজও শুরু হয়ে গিয়েছিল দ্রুত গতিতে। কিন্তু কেন্দ্রের এই অতি উদ্যোগই বর্তমানে বুমেরাং হয়ে ফিরে এসেছে কেন্দ্রের দরবারে। নিলেছে সুপ্রিম নিষেধাজ্ঞা। যা নিয়ে শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। এমতাবস্থায় বৃহঃষ্পতিবার নতুন সংসদ ভবন চত্বর থেকে দাঁড়িয়ে মোদী জাতির উদ্দেশ্যে কী ভাষণ দেন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।