For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নুপুর শর্মা বিতর্কের মাঝেই, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের উপরাষ্ট্রপতি

নুপুর শর্মা বিতর্কের মাঝেই, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের উপরাষ্ট্রপতি

  • |
Google Oneindia Bengali News

টিভি বিতর্কে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মহম্মদকে নিয়ে কুরুচিরপূর্ণ উতি করেন বিজেপি মুখপাত্র নুপুর শর্মা। এরপরই দেশে ও সারা বিশ্বের একাধিক ইসলামিস্ট দেশগুলি থেকে এই বক্তব্যের বিরোধিতা শুরু হয়েছে৷ ঘটনার পর দ্রুতই অভিযুক্ত বিজেপি মুখপাত্র নুপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি৷ যদিও তাতেও বিতীক থামেনি! যে সব ইসলামি দেশগুলি এই ঘটনার কড়া বিরোধিতা করেছে তার একটি হল কাতার৷ রবিবার এই বিতর্কের মাঝেই দোহাতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু৷ যদিও পররাষ্ট্র দফতর সূত্রে জানানো হয়েছে এই বৈঠকের সঙ্গে নুপুর শর্মা বিতর্কের কোনও রকম যোগ নেই৷ এটি সম্পূর্ণ আলাদা বিষয়ে বৈঠক।

কী নিয়ে আলোচনা?

কী নিয়ে আলোচনা?

উপ-রাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু ৫ জুন দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানির সঙ্গে দেখা করেন এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন। সূত্রের খবর দু'দেশের বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনা হয়েছে এই বৈঠকে৷ প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নাইডু ৩০ মে থেকে ৭ জুন পর্যন্ত তিন দেশ সফরের শেষ পর্যায়ে দোহা পৌঁছেছেন৷ ৪ জুন দোহা বিমানবন্দরে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং একটি গার্ড অফ অনার প্রদান করা হয়েছিলে ভারতের উপরাষ্ট্রপতিকে। দেশের উপরাষ্ট্রপতি নাইডুকে কাতারে থাকা ভারতীয় সম্প্রদায়ও স্বাগত জানিয়েছে।

কী বলছেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র?

কী বলছেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র?

ভারত-কাতার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন হতে চলেছে৷ তারই প্রস্তুতি নিচ্ছে দুটি দেশ, সে সংক্রান্ত আলোচনার জন্যই দু'দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব বৈঠকে বসেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন যে ভাইস-প্রেসিডেন্ট নাইডু এবং কাতারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ আল থানি দু'দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা করেছেন।

কাতারে বৈঠক নিয়ে অরিন্দম বাগচির টুইট!

কাতারে বৈঠক নিয়ে অরিন্দম বাগচির টুইট!

টুইটারে বাগচি লিখেছেন, 'কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি, দোহার আমিরি দিওয়ানে ভারতের উপরাষ্ট্রপতি নাইডুকে স্বাগত জানিয়েছেন। উভয় পক্ষে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা হয়েছে এই বৈঠকে। এই সফরে কাতারের বেশকিছু বিশিষ্টজনের সঙ্গে দেখা করার কথা রয়েছে উপরাষ্ট্রপতির৷ সূত্রের খবর কাতারে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকেও ভাষণ দেবেন নাইডু৷

রাজ্য মন্ত্রিসভায় সিলমোহর, পাস হয়ে গেল মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর প্রস্তাবরাজ্য মন্ত্রিসভায় সিলমোহর, পাস হয়ে গেল মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর প্রস্তাব

English summary
In the midst of the Nupur Sharma controversy, the Vice President of India held a meeting with the Prime Minister of Qatar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X