টিকাকরণের মাঝেই নতুন আশার আলো, গত এক সপ্তাহে করোনা ‘শূন্য’ হল ১৮৮ জেলা
দিন যত গড়াচ্ছে করোনা মোকাবিলায় ক্রমেই যেন আশার আলো দেখতে শুরু করেছে ভারত। এদিকে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ। ঝড়ের গতিতে চলছে টিকা প্রদানের কাজ। এদিকে তারমাঝেই নতুন আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের শেষ পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে গোটা দেশের মানচিত্রেই সংক্রমণের নিরিখে বড়সড় পারাপতন দেখা গিয়েছে।

এমনকী দেশের ৭০০-র বেশি জেলার মধ্যে ১৮৮টি জেলাতেই গত এক সপ্তাহে একটিও নতুন সংক্রমণের নজির নেই বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের অক্টোবরের ১ তারিখের পর থেকেই গোটা দেশেই সংক্রমণের হার ক্রমেই নিম্নমুখী হতে শুরু করে। দিন যত গড়িয়েছে ততই আরও কমছে নতুন সংক্রমনের মাত্রা। এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষের বেশি আক্রান্তের খোঁজ মিলেছে। তবে নতুন বছরে সংক্রমণের হার খুবই কম বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৪ জন। মারা গিয়েছেন ৯২ জন। এমনকী অক্টোবরের শুরু থেকেই দৈনিক মৃত্যুর ক্ষেত্রে বড়সড় ভাটা দেখতে পাওয়া যায় বলে জানা যাচ্ছে। এদিকে প্রথম ডোজের পর ইতিমধ্যেই গোটা দেশে দ্বিতীয় ডোজের টিকাকরণও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কর্নাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে প্রথম দফায় যে সমস্ত গ্রহীতারা টিকা নিয়েছিলেন তাদের সোমবার থেকেই দ্বিতীয় ডোজের টিকা প্রদানের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ভোটে প্রার্থীপদের জন্য গ্যাঁটের কড়ি খরচ করে এবার 'অ্যাপ্লিকেশন' ! একুশের আগে এআইএডিএমকে শিবিরে হইচই