For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংখ্যা ৪,৯৭০ ও মৃত্যু ১৩৪ জনের:‌ স্বাস্থ্য মন্ত্রক

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংখ্যা ৪,৯৭০ ও মৃত্যু ১৩৪ জনের:‌ স্বাস্থ্য মন্ত্রক

Google Oneindia Bengali News

আট সপ্তাহের লকডাউনে ভারতে করোনা সংক্রমণ অতিক্রম করল এক লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংক্রমিত সংখ্যা ৪,৯৭০, অতএব ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াচ্ছে ১,০১,১৩৯ জন। শুধু তাই নয় দেশে ৩,১৬৩ জনের মৃত্যুর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই রিপোর্ট পাওয়া গিয়েছে।

সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজারের বেশি

সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজারের বেশি

স্বাস্থ্য মন্ত্রকের মতে ৩৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। চিনের উহান শহর থেকে করোনা মহামারি গোটা বিশ্বের সঙ্গে এই দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই মহামারির সঙ্গে লড়াই করার জন্য দেশে চতুর্থ দফার সকডাউন ঘোষণা করা হয়েছে। বাস ও অটোর মতো গণ পরিবহনগুলির ওপর থেকে প্রধান প্রধান শহরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। মহামারির প্রভাবে দেশের অর্থনীতির যে বেহাল দশা হয়েছে তা পুনরুদ্ধার করতে লকডাউন সহজ করা হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বে ৬০টির বিপরীতে দেশে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৭.‌১ করোনা সংক্রমিত। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌আগ্রাসী এবং প্রাথমিক পদক্ষেপগুলি এ পর্যন্ত উৎসাহজনক ফলাফল দেখিয়েছে।'‌

দেশ সব পদক্ষেপ নিয়েছে মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য

দেশ সব পদক্ষেপ নিয়েছে মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশ সব প্রকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি ৭৩তম স্বাস্থ্য সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, ‘‌বৈশ্বিক সহযোগিতা সর্বজনীন। সরকার, শিল্প ও দানব্যবস্থাকে অবশ্যই এই ঝুঁকির জন্য অর্থ প্রদানের জন্য সংস্থান করতে হবে। গবেষণা, উৎপাদন ও বিতরণ এই পরিস্থিতিতে এর যে ফল পাওয়া যাবে তা উপভোগ করবেন সকলেই।'‌

 পরিযায়ী শ্রমিকদের সাতদিনের মধ্যে টেস্ট করাতে হবে

পরিযায়ী শ্রমিকদের সাতদিনের মধ্যে টেস্ট করাতে হবে

সোমবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে পৌঁছানোর সাতদিনের মাথায় টেস্ট করাতে হবে। মার্চে লকডাউন ঘোষণার পর লক্ষাধিক পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে বাড়ি পৌঁছেছেন। তাই সব শ্রমিকদের টেস্ট করা অত্যন্ত জরুরি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২,০৩৩ জন করোনা সংক্রমিত হয়েছে, যা রাজ্যের মোট করোনা সংক্রমণের সংখ্যাকে বাড়িয়ে ৩৫ হাজারে দাঁড় করিয়েছে। এ রাজ্যে মহামারির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

একদিনে রেকর্ড সংখ্যক কেস

একদিনে রেকর্ড সংখ্যক কেস

সোমবার সকালে ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনার নতুন কেস ধরা পড়ে, তা হল ৫,২৪২জন। এক লক্ষ অতিক্রম করার আগে তা দাঁড়িয়েছিল ৯৬,১৬৯ জনে। সোমবার দিল্লিতেও ২০০ টি নতুন কেস সহ ১০ হাজার অতিক্রম করেছে এই রাজ্য।

 মমতাকে ফোন অমিত শাহের! দিলেন ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে সাহায্যের আশ্বাস মমতাকে ফোন অমিত শাহের! দিলেন ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে সাহায্যের আশ্বাস

English summary
In eight weeks of lockdown, the number of corona infections in India has crossed one lakh. The number of new corona infections in the country in the last 24 hours is 4,970, so the total number of corona infections in India stands at 1,01,139
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X