For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ ভোটে একই কেন্দ্রে ১৮৫ জন প্রার্থীর লড়াই!'ইভিএম' এর আকার নিয়ে অবাক করতে চলেছে কমিশন

ভোট ময়দানের দামামা বাজতেই রীতিমত তৎপরতা বাড়ছে সমস্ত মহলে। যুদ্ধকালীন তৎপরতায় কাজে ব্যস্ত নির্বাচন কমিশনও।

Google Oneindia Bengali News

ভোট ময়দানের দামামা বাজতেই রীতিমত তৎপরতা বাড়ছে সমস্ত মহলে। যুদ্ধকালীন তৎপরতায় কাজে ব্যস্ত নির্বাচন কমিশনও। তবে তেলাঙ্গানায় নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে নিজামাবাদের প্রার্থীদের তালিকা। সেখানে একটি আসনেই ১৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইভিএম-এ যা ধরে তার চেয়ে বেশি প্রার্থী!

ইভিএম-এ যা ধরে তার চেয়ে বেশি প্রার্থী!

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল এই কেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ হবে। তবে পরে ঠিক হয় অভিনব কায়দায় হবে ভোট গ্রহণ। সেখানে থার্ড জেনারেশন ইলেকট্রনিক ভোটিংমেশিন তৈরির জন্য পাঠানো হচ্ছে ২৬৮২০ টি বিইউ, ২২৪০ টি সিইউ,২৬০০ভিভিপ্যাট। ফলে এই বছর রাজকীয় সমারোহে তেলাঙ্গানার নিজামাবাদে ভোটগ্রহণ পর্ব শুরু হতে চলেছে।

নিজামাবাদে প্রার্থীর ভি়ড়!

নিজামাবাদে প্রার্থীর ভি়ড়!

এই নিজামাবাদ কেন্দ্র থেকে একাধিক চাষি মনোনয়ন ফাইল করেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাও এই এলাকা থেকে ভোটে দাঁড়িয়েছেন। আর সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেই এখানে চাষিরা ভোটে দাঁড়িয়েছেন।

প্রার্থীদের মধ্যে কৃষকের সংখ্যা কত?

প্রার্থীদের মধ্যে কৃষকের সংখ্যা কত?

তেলাঙ্গানার ১৮৫ জন প্রার্থীর মধ্যে ১৭০ জনই পেশায় কৃষক। সেখানে হলুদ ও লাল জোয়ারের চাষে সঠিক মূল্য না পেয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন চাষিরা। সেই আন্দোলন থেকেই ভোট যুদ্ধের আঙিনায় তাঁরা।

[আরও পড়ুন: গ্যাস হয়ে গেলে ভুলভাল বলেন! অমিত শাহকে ৫ থেকে ৬ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ অনুব্রত-র][আরও পড়ুন: গ্যাস হয়ে গেলে ভুলভাল বলেন! অমিত শাহকে ৫ থেকে ৬ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ অনুব্রত-র]

English summary
In Telangana, EC orders mammoth EVMs for Nizamabad seat with 185 contestants.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X