কনের মায়ের সঙ্গে পালালেন বরের বাবা! গুজরাতে বিয়ের আসরে এরপর কী ঘটল
আর চার পাঁচজন বর আর কনের মতোই এঁরাও ভেবেছিলেন স্বপ্নসুন্দর বিয়ের আসরের কথা। রাজকীয় সমারোহে সকলের সামনেই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে নিজের পছন্দের মানুষকে আপন করে নেওয়ার চিন্তায় বিভোর ছিলেন দুই পাত্র-পাত্রী। তবে, সেই স্বপ্নসুন্দর বিয়েতে চোনা ফেলে দিলেন এঁদের অভিভাবকরা।

বহুদিনের বন্ধু ছিলেন বর-কনে
বহুদিন ধরেই সম্পর্ক ছিল সুরতের এই দুই বর কনের। বহুদিনের বন্ধু থেকে এবার স্বামী স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন ওই দুই সঙ্গী। তবে তা আর শেষ পর্যন্ত সম্ভব হলনা , এই ফিল্মি কায়দায় শেষ হওয়া বিয়েতে।

পালিয়ে গেলেন অভিভাবকরা
বিয়ের কিছু সময় আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বরের বাবা ও কনের মাকে। খোঁজ পড়তেই শুরু হয় সন্দেহ। আর সেই সন্দেহ অনুযায়ী, ছেলে মেয়েদের বিয়ের আগেই হঠাৎ করে ছেলের বাবার সঙ্গে মেয়ের মা পালিয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এখন পরিস্থিতি কী?
এই বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বিয়ে। তার আগে কনের মা আর বরের বাবা পালিয়ে যাওয়ার ঘটনা যেন বলিউডের কোনও স্ক্রিপ্ট! তবে আপাতত পুলিশের দ্বারস্থ হয়ে 'নিখোঁজ'দের খোঁজবার চেষ্টায় দুই পরিবার।