For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলেকে ৯ লক্ষ টাকা ঋণ দিয়েছেন, হলফনামায় জানালেন সোনিয়া

Google Oneindia Bengali News

ছেলেকে ৯ লক্ষ টাকা ঋণ দিয়েছেন, হলফনামায় জানালেন সোনিয়া
রায় বারেলি, ৩ এপ্রিল : কংগ্রেস সভপতি সোনিা গান্ধী ছেলে তথা দলের সহ সভাপতি রাহুল গান্ধীকে ৯ লক্ষ টাকার ঋণ দিয়েছেন। সময়টা গত বছরের ১৩ অক্টোবর। সোনিয়া গান্ধীর নিজস্ব কোনও গাড়ি নেই,ইটালিতে সাড়ে ৬ কোটি টাকার কিছু বেশি মূল্যের পৈতৃক সম্পত্তি রয়েছে।

বুধবার রায় বারেলিতে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী। উত্তরপ্রদেশের এই কেন্দ্র থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন সোনিয়া। এদিন হলফনামায় নিজের সম্পত্তি ও আয় সম্পর্কে হলফনামা জমা দিয়েছেন তিনি।

যে হলফনামাটি সোনিয়া গান্ধী দিয়েছেন সেই অনুযায়ী, ২০১২-১৩ সালে কংগ্রেস সভাপতির মোট আয় ১৪.২ লক্ষ টাকা। এছাড়া গয়না রয়েছে ২৩ লক্ষ টাকার। সোনা ৩৯ লক্ষ টাার, জমি রয়েছে ৩.২ একর।

২০০৯ সালে সোনিয়া গান্ধীর নগদ অর্থ ছিল ৭৫,০০০টাকা, ২০১৪ সালে যা ৮৫ লক্ষ টাকা

২০০৯ সালে শ্রীমতি গান্ধীর নগদ অর্থের পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। বাকি সঞ্চয় ও বিনিয়োগ মিলিয়ে ৫০ লক্ষ টাকা। সেই বছর তাঁর দেওয়া হলফনামা অনুযায়ী, মোট গয়নার পরিমাণ ছিল ৩০ লক্ষ টাকা।

কিন্তু গত পাঁচ বছরে তাঁর অর্থের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে তাঁর নগদ অর্থের পরিমাণ ৮৫ লক্ষ টাকা। আমানত ৬৬ লক্ষ টাকা ও শেয়ার-বন্ডে বিনিয়োগ প্রায় ১ কোটির মতো।

এই কেন্দ্রটি ছিল ইন্দিরা গান্ধীর। ১৯৬০ ও ১৯৮০ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে আমেঠী থেকে প্রথম সোনিয়া গান্ধী নির্বাচনে লড়েন। পাঁচ বছর পর ওই কেন্দ্রটি ছেলে রাহুলের জন্য ছেড়ে দেন সোনিয়া।

এদিকে প্রাক্তন বিচারক ফাখরুদ্দিনকে আম আদমি পার্টি রায় বারেলি থেকে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে।

English summary
In Sonia Gandhi's asset declaration, a loan to Rahul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X