For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রমেই প্রকাশ্যে আসছে শক্তি, সংক্রমণ ঠেকানোর সব কৌশলকেই ফাঁকি দিচ্ছে ডেল্টা

জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সময়ে সব থেকে বেশি করোনার (coronavirus) সংক্রমণ চিনে। যার জেরে বেশ কিছু শহরে কড়া বিধিনিষের আরোপ করা হয়েছে। বিমান সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি মহামারী, বিশেষ করে ডেল্টা ভ্যারি

  • |
Google Oneindia Bengali News

জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সময়ে সব থেকে বেশি করোনার (coronavirus) সংক্রমণ চিনে। যার জেরে বেশ কিছু শহরে কড়া বিধিনিষের আরোপ করা হয়েছে। বিমান সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি মহামারী, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের (delta variant) ওপরে নিয়ন্ত্রণ পেতে টেস্টের ওপরে জোর দেওয়া হয়েছে।

চিন ও আমেরিকায় ছড়াচ্ছে ডেল্টা

চিন ও আমেরিকায় ছড়াচ্ছে ডেল্টা

২০১৯-এ এই চিনেরই হুবেই প্রদেশের উহান থেকে করোনা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।পরবর্তী সময়ে স্থানীয়ভাবে করোনা মহামারীর ওপরে নিয়ন্ত্রণও পায় চিন। সেই সময় একমাত্র বিদেশ থেকে আসা ব্যক্তিদের দেহেই বেশি করোনার হদিশ মেলছিল। গত জুলাই থেকে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে রাজধানী বেজিং-সহ চিনের এক ডজনেরও বেশি শহর থেকে। এই মুহূর্তে যেসব দেশ বিধিনিষেধ শিথিল করে অর্থনীতিকে মুক্ত করছে, সেইসব দেশেই দ্রুতহারে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্টকে।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, মারাত্মক সংক্রমণ কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি থেকে ভ্যাকসিন অনেকটাই সুরক্ষা দিচ্ছে। কিন্তু যাঁরা এখনও টিকা নেননি কিংবা নিতে পারেননি, তাঁরা অনেকেই ঝুঁকিপূর্ণ।
ভাইরাস ক্রমাগত তার রূপ পরিবর্তন করেছে। কিন্তু ভয়ের বিষয় হল ভাইরাসের অনিয়ন্ত্রিত বিস্তার মিউটেশনে ইন্ধন জোগাচ্ছে। যা এমন পরিস্থিতি তৈরি করছে যা আরও বেশি সংক্রামক এবং মানুষকে বেশি অসুস্থ করছে আবার কোনও কোনও সময় টিকাকেও ফাঁকি দিচ্ছে।
জুলাইয়ের শেষ দু-সপ্তাহে আমেরিকায় যেসব আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ৯৩.৪% ডেল্টা ভ্যারিয়েন্টের। এমনটাই তথ্য প্রকাশ করেছে আমেরিকায় ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগ। যা নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছে সেখানকার প্রশাসন।

শক্তি আরও বেশি

শক্তি আরও বেশি

ডেন্টা ভ্যারিয়েন্ট বিশ্বে মধ্যে প্রথম সনাক্ত করা হয়েছিল ভারতে। যা নিয়েই এখন চিন্তায় সমগ্র বিশ্ব। অন্য ভ্যারিয়েন্টগুলির থেকে এটা শক্তিশালীই শুধু নয়, মানুষ থেকে মানুষে খুব সহজেই তা ছড়িয়ে পড়তে পারে। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ভ্যারিয়েন্ট পুরোপুরি ভ্যাকসিন পাওয়াদেরও আক্রান্ত করেছে, আগের থেকে অনেক বেশি হারে। ব্রিটেনই হোক কিংবা আমেরিকা, সবাই বলছেন এই মুহূর্তে বিশ্বের একটি মাত্র ভয়, তা হল ডেল্টা। একে ফাস্টটেস্ট এবং ফিটেস্ট ভ্যারিয়েন্টচ হিসেবেও বর্ণনা করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাস মিউটেশন করে নতুন ভ্যারিয়েন্ট তৈরি করে। যা কোনও কোনও সময় আসলটির থেকেই মারাত্মক রূপে আত্মপ্রকাশ করে।

টিকাই কার্যকরী, কিন্তু...

টিকাই কার্যকরী, কিন্তু...

এখনও পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে পাওয়া তথ্য পর্যাপ্ত নয়। তাই বিশেষজ্ঞরা মাস্ক, সামাজিক দূরত্বের সঙ্গে ভ্যাকসিনেশনরে ওপরেই জোর দিচ্ছেন। ইংল্যান্ডের পাবলিক হেলথের তরফে জানানো হয়েছে ব্রিটেনে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণে হাসপাতালে ভর্তি ৩৬৯২ জনের মধ্যে ৫৮.৩ শতাংশ একটি ভ্যাকসিন নিয়েছেন আর ২২.৮ শতাংশ পুরোপুরি ভ্যাকসিন পেয়েছেন।
সিঙ্গাপুর, যেখানে ডেল্টার দাপাদাপি প্রবল, সেখানে করোনা আক্রান্তদের তিনের চারভাগই ভ্যাকসিন নিয়েছেন। তবে তাঁদের অবস্থা খুব খারাপ হয়নি।
ইজরায়েলের আধিকারিকরা জানিয়েছেন সেখানকার ৬০ শতাংশ হাসপাতালে ভর্তি করোনা রোগী ভ্যাকসিন পেয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগের বয়সই ৬০ কিংবা তার থেকে বেশি।
আমেরিকায় বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮৩ শতাংশই ডেল্টায় সংক্রমিত। এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৯৭ শতাংশের পরিস্থিতি খারাপ হয়েছে, যাঁরা ভ্যাকসিন নেননি কিংবা পাননি। পাশাপাশি আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে বলা হয়েছে, যেসব এলাকায় প্রবল সংক্রমণ রয়েছে, সেখানে বসবাসকারীরা ভ্যাকসিন নেওয়া হলেও, তাঁদের ঘরেও মাস্ক পরতে হবে।

সারা বিশ্বে এখনও পর্যন্ত ফাইজার/বায়ো এনটেকের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সব থেকে বেশি কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। কিন্তু ইজরায়েলে দেখা গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এর কার্যকারীতা ৪১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে।

১০০০ গুণ বেশি শক্তিশালী

১০০০ গুণ বেশি শক্তিশালী

চিনে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯-এর উহানের স্ট্রেনের সঙ্গে তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের নাকে ১০০০ গুন বেশি ভাইরাস থাকে। এই কারণেই ডেল্টা বেশি সংক্রামক। যদিও এই নিয়ে গবেষণা এখনও জারি রয়েছে। অন্যদিকে ব্রিটেনে পাওয়া আল্ফা ভ্যারিয়েন্টের থেকে ডেল্টা ৫০ শতাংশ বেশি সংক্রামক।
যার জেরে তারা ভ্যাকসিনকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই যাঁরা ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

ফের আদালতের ধাক্কা রাজ্যকে, বড় মামলায় স্থগিতাদেশ পেলেন শুভেন্দু অধিকারীফের আদালতের ধাক্কা রাজ্যকে, বড় মামলায় স্থগিতাদেশ পেলেন শুভেন্দু অধিকারী

English summary
Delta Variant ripping apart world's Covid strategies as expresses as more infectious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X