For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষিতদের বেকারত্বের হার এদেশে '১৯ -এ ছিল মারাত্মক খারাপ! আতঙ্কের পরিসংখ্যান প্রকাশ্যে

শিক্ষিতদের বেকারত্বের হার এদেশে '১৯ -এ ছিল মারাত্মক খারাপ! আতঙ্কের পরিসংখ্যান প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত ভারতে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা! এমনই আতঙ্কের বার্তা উঠে আসছে 'সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি'-র তরফে। সেই প্রতিষ্ঠানের তরফে এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে উঠে এসেছে দেশের বেকারত্ব ঘিরে করুণ কিছু তথ্য।

২০১৯ সালে দেশে বেকারত্বের হার

২০১৯ সালে দেশে বেকারত্বের হার

২০১৯ সালে দেশে বেকারত্বের হার ৭.৫ শতাংশ হয়ে গিয়েছিল সেপ্টেম্বর-ডিসেম্বরের সময়। এমনই তথ্য দিয়েছে সিএম আই ই। সেই সময় শিক্ষিত ব্যক্তিত্বদের বেকারত্বের হার বেড়ে ছিল ৬০ শতাংশ। যার ফলে রিপোর্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, গত বছরে দেশে স্নাতক হয়ে ওঠা বেকারদের সংখ্যা অনেকটাই বেশি ছিল। মূলত , দেশের চাকরি ক্ষেত্রে এট অত্যন্ত দুঃখজনক বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালের পর ২০১৯ সাল বেকারত্বের ক্ষেত্রে প্রাসঙ্গিক

২০১৭ সালের পর ২০১৯ সাল বেকারত্বের ক্ষেত্রে প্রাসঙ্গিক

২০১৭ সালের মে -অগাস্ট মাসে বেকারত্বের হার অনেকটাই কমে গিয়েছিল। এই বেকারত্বের হার কমে ছিল ৩.৮ শতাংশে। ফলে তা নিঃসন্দেহে একটি চিন্তার বিষয় হয়ে উঠেছিল। দেশের ১,৭৪,৪০৫ টি পরিবারে একটি সমীক্ষা করার পর এই তথ্য তুলে ধরেছে সিএমআইই।

অর্থনীতির নিম্নগতি!

অর্থনীতির নিম্নগতি!

সমীক্ষায় দেখা গিয়েছে, গ্রামে বেকারত্বের সংখ্যা থেকে শহরে বেকারত্বের সংখ্যা অনেকটাই বেশি। এই হার ৯ শতাংশ হিসাবে বেড়ে যাচ্ছে। আর তার জেরেই দেখা যাচ্ছে জাতীয় গড় হিসাবের তুলনায় ক্রমেই বাড়ছে শহরের বেকারত্বের সংখ্যা। যা অর্থনীতির নিম্নগতিকে ঘনীভূত করে চলেছে।

কোন বয়সীদের মধ্যে বাড়ছে বেকারত্ব?

কোন বয়সীদের মধ্যে বাড়ছে বেকারত্ব?

২০-২৪ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি হল বেকারত্বের সংখ্যা। যা বেকারত্বের হারকে পৌঁছে দিয়েছে ৩৭ শতাংশে। আর এই বেকারত্বের হারের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শিক্ষিতরা। ২০১৯ সালের বেকারত্বের গড় হিসাবের হার ৬৩.৪ শতাংশ। গত ৩ বছরে এত বেশি বেকারত্বের মুখোমুখি দেশের শিক্ষিত যুবকরা হননি বলে দাবি করেছে সমীক্ষা।

মসজিদে অস্ত্র সংগ্রহ করে মুসলিমরা, দাবি বিজেপি সাংসদেরমসজিদে অস্ত্র সংগ্রহ করে মুসলিমরা, দাবি বিজেপি সাংসদের

English summary
In Sept-Dec unempolyment rate in India Rose to 7.5 percent says CMIE.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X