For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রামীণ ভারতে অর্ধেকের কম অন্তঃসত্ত্বা মহিলারা পুষ্টিকর খাদ্য খান, বলছে সমীক্ষা

গ্রামীণ ভারতে অর্ধেকের কম অন্তঃসত্ত্বা মহিলারা পুষ্টিকর খাদ্য খান, বলছে সমীক্ষা

Google Oneindia Bengali News

গ্রামীণ ভারতের অর্ধেকেরও কম গর্ভবতী মহিলারা পুষ্টিকর খাবার খান এবং বেশিরভাগই গুণমানের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিউট অফ ম্যানেজমেন্ট এবং রাঁচি বিশ্ববিদ্যালয়ের তিনজন গবেষক মিলে এই নিরপেক্ষ সমীক্ষার এই তথ্য প্রকাশ করেছে।

গ্রামীণ ভারতে অর্ধেকের কম অন্তঃসত্ত্বা মহিলারা পুষ্টিকর খাদ্য খান, বলছে সমীক্ষা


সমীক্ষার নাম দেওয়া হয়েছে যাচ্চা–বাচ্চা সমীক্ষা (‌জ্যাবস)‌। এই সমীক্ষাটি চালিয়েছেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়ান ড্রেজি, আইআইএম আহমেদাবাদের সহ অধ্যাপক রিতিকা খেরা এবং আনমোল সোমাচি। তাঁরা ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও উত্তরপ্রদেশে এই গবেষণা চালান। প্রত্যেকটি রাজ্যে সমীক্ষার দল (‌একই জেলার দু’‌টি ব্লকে ছড়িয়ে পড়ে)‌ ১০–১২ বার করে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাক্ষাতকার নেন। তার পাশাপাশি কথা বলেন গর্ভবতী মহিলা এবং অঙ্গনওয়াড়ির আওতায় কাজ করা নার্সিং মহিলাদের সঙ্গে। জানা গিয়েছেল৩৬৪ জনের মধ্যে ৩৪২ জন এই সমীক্ষায় সাড়া দেন। সমীক্ষায় উঠে এসেছে, মাত্র ২২ শতাংশ নার্সিং মহিলারা জানিয়েছেন যে তাঁরা গর্ভবতীর সময় স্বাভাবিকের চেয়ে বেশি খাচ্ছিলেন।

English summary
in rural india less than half of pregnant women eat nutritious food the survey says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X