For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) অন্ধ্রে 'মহা পুষ্করম' উৎসব বদলে গেল মৃত্যুমিছিলে, হত অন্তত ২৭

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৪ জুলাই : অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি জেলার গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।

এদিন সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বেশকিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গোদাবরী নদীর তীরে অবস্থিত কোটাগুম্মম পুষ্কর ঘাটের একটি গেট দিয়ে এদিন সকালে অনেক বেশি সংখ্যায় মানুষ ঢোকার চেষ্টা করলে বহু মানুষের পদপিষ্ঠ হওয়ার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রতি ১২ বছর অন্তর এই উৎসব হয়। ঘটনায় অন্ধ্রপ্রদেশ প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন সাধারণ মানুষ। নিচের স্লাইডে দেখে নিন 'মহা পুষ্করম' উৎসবের নির্মমতার ছবি।

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

এদিনের ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই পৌঢ় বা বৃদ্ধ মানুষ।

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

প্রতি ১৪৪ বছর অন্তর এই 'মহা পুষ্করম' উৎসব হয়। যদিও প্রতি ১২ বছর অন্তর এর একটি ছোট সংস্করণও অনুষ্ঠিত হয় গোদাবরী নদীর তীরে।

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

ঘটনায় মারা যাওয়া মহিলাদের দেহ রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহতদেরকেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তার মধ্য়েও বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক।

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

রাজামুন্দ্রির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি কথাও বলেছেন বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

যা ঘটেছে খুবই দুঃখজনক। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে অনুরোধ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

'মহা পুষ্করম'-এর বীভৎসতা

পুষ্কর মহোৎসবে এতজন মানুষের পদপিষ্ট হওয়ার ঘটনায় সরাসরি সরকারি ব্যবস্থাপনাকে দায়ী করেছেন সাধারণ মানুষ। এত মানুষকে সামলাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেও তোপ দেগেছেন অনেকে।

English summary
In Pics: Maha Pushkaram Festival turns a nightmare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X