For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৬০ বছরের সবচেয়ে বড় প্লাবনে মৃত ১৫০, আটকে বহু

Google Oneindia Bengali News

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পৌছল ১৫০-এ। এই বন্যাকে প্রধানমন্ত্রী জাতীয় প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছেন। যদিও ৪ দিনের বন্ধ থাকার পরে ফের শুরু হল বৈষ্ণদেবী যাত্রা।

সূত্রের খবর অনুযায়ী, উদ্ধারকার্যে রবিবার পর্যন্ত প্রায় ১৫০০০ মানুষকে উদ্ধার করা গেলেও বহু মানুষ নিখোঁজ। দু হাজাররেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। দুশোরও বেশি সেনাকর্মী উদ্ধারকার্যের জন্য মোতীয়েন করা হয়েছে। কয়েকটি হেল্পলাইন নম্বরও ঘোষণা করা হয়েছে।

দিল্লি জম্মু ও কাশ্মীর হাউস - ০১১ ২৪৬১১২১০ (011 24611210) ও ২৪৬১১১০৮ (011 24611108)
শ্রীনগর - ০১৯৪-২৪৫২১৩৮ (0194-2452138) জম্মু - ০১৯১-২৫৬০৪০১ (0191-2560401)

ছবিতে দেখে নিন জম্মু ও কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি।

শ্রীনগরের হাইওয়ে

শ্রীনগরের হাইওয়ে

শ্রীনগরের হাইওয়েতে জলে থৈ থৈ। যান চলাচলে প্রচণ্ড সমস্যা।

হজ হাউস

হজ হাউস

হজ হাউসের সামনে উদ্ধারকার্যে সেনাকর্মীরা।

পুঞ্চ

পুঞ্চ

প্লাবনের কারনে ভেঙে পড়েছে পুঞ্চের ডোরু ভেরিনাগ ব্রিজ।

রাজৌরি

রাজৌরি

রাজৈরিতে চলছে উদ্ধার কার্য।

জম্মু

জম্মু

উত্তাল হয়ে উঠেছে তাওই নদী।

জম্মুতে

জম্মুতে

বন্যা পীড়িত এক পরিবার, বাড়ির জিনিসপত্র বাঁচাতে তৎপর। ঘরের মধ্যে ঢুকে গিয়েছে প্রায় এক হাঁটু জল।

জম্মু

জম্মু

জম্মুতে বন্যায় ভেঙে পড়ছে বাড়িটি।

বায়ুসেনা

বায়ুসেনা

বন্যাদুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বায়ুসেনার হেলিকপ্টার।

চলছে উদ্ধারকাজ

চলছে উদ্ধারকাজ

চলছে উদ্ধারকাজ।

ভেঙে গিয়েছে...

ভেঙে গিয়েছে...

তাওই নদীর উপর ভগবতী নগর ব্রিজের একাংশ ধুয়ে গিয়েছে।

সুরাচক

সুরাচক

সুরাচকে বাড়ি থেকে বন্যার জল বেরিয়ে যাওয়ার পর ঘর পরিস্কারে ব্যস্ত মহিলা।

ক্যামেরাবন্দী

ক্যামেরাবন্দী

৬০ বছরের সবচেয়ে বড় প্লাবনের ছবি ক্যামেরাবন্দী করে রাখছেন এক ব্যক্তি।

জম্মু

জম্মু

প্রথমে হেলিকপ্টারে সরানো হচ্ছে মহিলা ও শিশুদের।

English summary
Thousands Stranded in Srinagar, 150 Dead in Worst Floods in 60 Years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X