For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সপ্তাহে ভারতে আক্রান্ত বেড়েছে ৬০ শতাংশ, মৃত্যু বেড়েছে ৯০ শতাংশ

এক সপ্তাহে ভারতে আক্রান্ত বেড়েছে ৬০ শতাংশ, মৃত্যু বেড়েছে ৯০ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় পর্বে নতুন দমে চোখ রাঙাচ্ছে মারণ করোনা। এই নিয়ে পরপর দু’দিন দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ পার করে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বিশ্ব পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ।

মৃত্যুর পরিমাণ বেড়েছে ৯০ শতাংশ

মৃত্যুর পরিমাণ বেড়েছে ৯০ শতাংশ

অন্যদিকে ভারতে করোনা আক্রান্তের মৃত্যুর পরিমাণও ৯০ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে। এদিকে একদিন আগেই বিশ্বরেকর্ড গড়ে ভারতে করোনা সংক্রমিত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ১৫ হাজার মানুষ। এর আগে দৈনিক ৩ লক্ষের বেশি সংক্রমণের রেকর্ড ছিল আমেরিকার ঝুলিতে। এবার ফের সেই সংখ্যাটাও টপকে গেল ভারত। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন প্রায় ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষ।যা গতকালের থেকে প্রায় ১৭ হাজার বেশি।

গত ৭ দিনে ভারতে করোনা আক্রান্ত হলেন কত মানুষ

গত ৭ দিনে ভারতে করোনা আক্রান্ত হলেন কত মানুষ

এদিকে বিশ্ব পরিসংখ্যান বলছে গত ৭ দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৬৯ হাজার ৫৬৯ জন। মারা গিয়েছেন ১২ হাজার ৬৯৩ জন। যা আগের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আমেরিকায় সংক্রমণের গতি আগের থেকে অনেকটাই কমেছে। গত ৭ দিনে আমেরিকায় করোনার কবলে পড়েছেন ৪ লক্ষ ৪৯ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

প্রথম ডোজ পেলেও অপ্রতুল দ্বিতীয় ডোজ, তামিলনাড়ুতে চরমে উঠেছে টিকা সঙ্কটপ্রথম ডোজ পেলেও অপ্রতুল দ্বিতীয় ডোজ, তামিলনাড়ুতে চরমে উঠেছে টিকা সঙ্কট

 গত এক সপ্তাহে মোট কত মানুষ করোনা আক্রান্ত হলেন ?

গত এক সপ্তাহে মোট কত মানুষ করোনা আক্রান্ত হলেন ?

এদিকে গত এক সপ্তাহে গোটা বিশ্বে মোট করোনার কবলে পড়েছেন ৫৬ লক্ষ ৪৪ হাজার ৬৩৫ জন। মারা গিয়েছেন মোট সাড়ে ৮৫ হাজারের কাছাকাছি মানুষ। যদিও আশার কথা এই যে গত এক সপ্তাহে গোটা বিশ্বজুড়ে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪৭ লক্ষ ৮৭ হাজারের বেশি মানুষ। এদিকে গোটা বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৩ লক্ষ ৯৮ হাজারের বেশি।

 গোটা বিশ্বে এখনও পর্যন্ত মোট কত মানুষ মারা গেলেন ?

গোটা বিশ্বে এখনও পর্যন্ত মোট কত মানুষ মারা গেলেন ?

এদিকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে মারা গিয়েছেন ৩০ লক্ষ ৮৭ হাজারের বেশি মানুষ।এদিকে ৩ কোটি ২৬ লক্ষের বেশি করোনা সংক্রমন নিয়ে এখনও পর্যন্ত বিশ্ব করোনা তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে ১ কোটি ৬২ লক্ষের বেশি সংক্রমণ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় ও চতুর্থ স্থানে ব্রাজিল, ফ্রান্স। পঞ্চম স্থানে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি।

English summary
India's corona infection is threatening the whole world, with the death toll rising by 90 per cent in one week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X