For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বস্তি এলাকার থেকে বহুতল আবাসনে করোনা আক্রান্ত বেশি, মুম্বইতে কোন পদক্ষেপ পুরসভার

  • |
Google Oneindia Bengali News

একটি বহুতল ভবন থেকে যদি ৫ জনের বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়, তাহলে তা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে মুম্বই পুরসভা। এদিন মুম্বইয়ে পুরসভার মেয়র জানান, মুম্বইয়ের বুকে বস্তি এলাকার থেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা
আবাসনগুলিতে দেখা যাচ্ছে।

বস্তি এলাকার থেকে বহুতল আবাসনে করোনা আক্রান্ত বেশি, মুম্বইতে কোন পদক্ষেপ পুরসভার

এদিকে, গোটা মহারাষ্ট্র জুড়ে করোনার প্রবল দংশন ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করে দিয়েছে। সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজ্য জুড়ে মহারাষ্ট্রে গতকাল থেকেই রাতের কার্ফু ঘোষিত। শুধুমাত্র অত্যাবশ্যকীয় কর্মকাণ্ড সেখানে চলবে বলে জানা গিয়েছে। শুক্রবার মুম্বইতে ৫৫১৫ জনের দেহে করোনা র চিহ্ন মেলে। এদিন সেই সংখ্যা ৬০০০ ছাড়িয়ে যায়। এদিকে, পুনে সহ একাধিক জায়গায় ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশের যখন কোভিডের প্রবল দংশন শুরু হতে দেখা যাচ্ছে তখন মহারাষ্ট্রেই শুধু করোনার দংশনের বলি ১১,৬২৯ জন। মোট করোনা আক্রান্ত ৩,৮৫,৬২৮ জন।

এদিকে আজ থেকেই করোনার জেরে মহারাষ্ট্রে লাগু হয়েছে বেশ কিছু বিধি। রাতের কার্ফু ছাড়াও গোটা রাজ্য জুড়ে একাধিক নিয়ম লাগু হচ্ছে। বলা হয়েছে এই নিয়ম না মানলে জরিমানা পর্যন্ত হতে পারে। মাস্ক আবশ্যিক হওয়া থেকে শুরু করে পাবলিক প্লেসে থুতু ফেলা নিয়ে একাধিক বিধি লাগু হয়েছে।

English summary
In Mumbai residential societies reporting more cases than slums
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X