উল্টে গেল যুদ্ধজাহাজ আইএনএস বেটওয়া, মৃত ২
মুম্বই, ৫ ডিসেম্বর : ভারতের ক্ষেপণাস্ত্র রণরীতি বিশেষ যুদ্ধজাহাজ আইএনএস বেটওয়া মুম্বইয়ের বন্দরে উল্টে যায়। জাহাজের একটা দিক ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন।
৩৮৫০ টনের জাহাজটি মেরামতির কাজ চলছিল সোমবার। দুপুর ২ টো নাগাদ বন্দর থেকে জলে ভাসানোর সময় জাহাজের যন্ত্র আচমকা আটকে যায় এবং জাহাজটি উল্টো যায়।

জাহাজের প্রধান মাস্তুলটি ভেঙে গিয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে, "এটি বিশাল বড় ঘটনা। এই ধরনের ঘটনা নৌসেনায় এর আগে কখনও ঘটেনি। বন্দর থেকে জলে নামানোর সময় এই দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত যান্ত্রিক ত্রুটি হয়েছিল।"
এই ঘটনাকে অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে ব্যাখ্যা করা হয়েছে নৌসেনার তরফে।
উল্লেখ্য ২০০৪ সালে ভারতীয় নৌসেনায় এই জাহাজ অন্তর্ভূক্ত করা হয়। ১২৬ মিটারে বিশলায়তন এই জাহাজকে কীভাবে পুরনরুদ্ধার করা যাবে তা এখনও স্পষ্ট নয়।