For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে একদিনে সংক্রমিত ৭৭৮ জন, করোনা সংখ্যা ছাড়াল ৬ হাজার

মহারাষ্ট্রে একদিনে সংক্রমিত ৭৭৮ জন, করোনা সংখ্যা ছাড়াল ৬ হাজার

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গাকে হটস্পট হিসাবে ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে গেল এই রাজ্যটি। একদিনে এ রাজ্য থেকে ৭৭৮টি নতুন করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। আর এ নিয়ে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ৬০০০।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬৪২৭ জন

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬৪২৭ জন

এ রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৪২৭টি, কিন্তু মহারাষ্ট্রে মৃত্যুর হার দাঁড়িয়ে রয়েছে ২৮৩ জনে। বৃহস্পতিবারই এ রাজ্য থেকে কোভিড-১৯-এ মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়াও ৮৪০ জন রোগী সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। বৃহস্পতিবার যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে আটজন পুরুষ ও ৬ জন মহিলা। ১৪ জন মৃতের মধ্যে দু'‌জনের বয়স ৬০ বছরের ওপর, ৪০ থেকে ৫৯ বছরের বয়সের মধ্যে রয়েছেন ন'‌জন ও তিনজন ৪০ বছরের মধ্যে।

মুম্বইতে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন আক্রান্ত

মুম্বইতে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন আক্রান্ত

সরকারিভাবে বলা হয়েছে, ‘‌কমরবিডিটি সংক্রান্ত দুটি মৃত্যুর তথ্য এখনও পাওয়া যায়নি। ১২ জন রোগীর মধ্যে সাতজনের মধুমেহ, হাইপার টেনশন, শ্বাসকষ্টের রোগ ও হৃদরোগ সহ উচ্চ কমরিডিটি ছিল।'‌ ভারতের নোভেল করোনা ভাইরাসের হটস্পট ও রাজ্যের রাজধানী মুম্বইতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০০ জন আক্রান্ত হয়েছে। এখানে মোট কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৪২০৫। মুম্বইতেই শুধু মৃত্যু হয়েছে ১৬৭ জনের, যার মধ্যে বুধবার ৬ জনের মৃত্যু হয়।

মহারাষ্ট্রে ৮৯ জনেরও বেশি রিপোর্ট নেগেটিভ

মহারাষ্ট্রে ৮৯ জনেরও বেশি রিপোর্ট নেগেটিভ

মহারাষ্ট্রে অন্যান্য রাজ্যে মৃত্যুর সংখ্যা হল পুনে (‌৫)‌ ও একজন করে নবি মুম্বই, নন্দুরবার ও ধুলে থেকে মারা গিয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ৯৬,৩৬৯ জনের নমুনা কোভিড-১৯-এর জন্য টেস্ট করা হয়েছে যার মধ্যে ৮৯,৫৬১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ও ৬৪২৭ জনের পজিটিভ। বাড়িতে কোয়ারান্টাইনে রয়েছে ১,১৪,৩৯৮ জন ও হাসপাতালে কোয়ারান্টন সুযোগে রয়েছে ৮,৭০২ জন।

English summary
The state has so far reported 6427 cases of the novel coronavirus, while the death toll due to Covid-19 in Maharashtra stands at 283. Fourteen Covid-19 patients died on Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X