For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউ ইমামবাড়াতে ছোট স্কার্ট পরে ঢোকা নিষিদ্ধ,নয়া নির্দেশিকা জারি! ঢোকার মুখে গার্ডদের নজরদারি চলবে

লখনউ বেড়াতে গিয়ে সেখানের ইমামবাড়া যদি ঘুরতে চান, তাহলে এই খবরটি মাথায় রেখেই যেতে হবে! কারণ , এখন থেকে কোন পোশাক পরে আপনি লখনউ ইমামবাড়া ঘুরতে যাচ্ছেন , তা যথেষ্ট গুরুত্ব পাবে।

  • |
Google Oneindia Bengali News

লখনউ বেড়াতে গিয়ে সেখানের ইমামবাড়া যদি ঘুরতে চান, তাহলে এই খবরটি মাথায় রেখেই যেতে হবে! কারণ , এখন থেকে কোন পোশাক পরে আপনি লখনউ ইমামবাড়া ঘুরতে যাচ্ছেন , তা যথেষ্ট গুরুত্ব পাবে। ইতিমদ্যেই এলাকার জেলাশাসকের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে লখনউ ইমামবাড়ায় কোন কোন পোশাক নিষিদ্ধ।

লখনউ ইমামবাড়াতে পোশাক নিয়ে নয়া নির্দেশিকা! ঢোকার মুখে গার্ডদের নজরদারি চলবে

নির্দেশিকায় জানানো হয়েছে , যা পুরো দেহ ঢেকে রাখে সেরকম কোনও পোশাক লপরতে হবে সেখানে আগত সকলকে। ২০০ বছরের পুরনো ঐতিহ্যশালী এই এলাকার গুরুত্ব বুঝেই এমন পোশাকের কথা বলা হচ্ছে, বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কোনো রকমের প্রফেশানাল শ্যুটিং বা ছবি তোলা এই এলাকায় নিষিদ্ধ। এই নিয়ম বড়ে ইমামবাড়া ও ছোটে ইমামবাড়া দুই জায়গাতেই লাগু থাকবে।

এখানেই শেষ নয়, জেলাশাসকের নির্দেশিকা বলছে, কোনওভাবে এলাকার ধর্মীয় ভাবাবেগ যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য আপত্তিকর পোশাক পরা যাবে না। সেক্ষেত্রে ছোট পোশাক পরে সেখানে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। আর বিষয়টি নিয়ে ইমামবাড়াতে ঢোকবার মুখেই নজরদারি চালাবেন কর্তব্যরত গার্ডরা।

English summary
In Lucknow Imambara short skirt and skimpy tops are not allowed , notice issued by DM .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X