For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু অসমিয়ারাই জমি কিনতে পারবেন রাজ্যে, নতুন আইন আসছে উত্তর-পূর্বের রাজ্যে

সিএএ-র প্রতিবাদে প্রথম রুখে দাঁড়িয়েছিল অসম। সেখানকার বাসিন্দারা বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন।

Google Oneindia Bengali News

সিএএ-র প্রতিবাদে প্রথম রুখে দাঁড়িয়েছিল উত্তর পূর্বের রাজ্য অসম। সেখানকার বাসিন্দারা বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন। সেই বিক্ষোভ শান্ত করতে অসমিয়াদের জন্য নতুন আইন আনতে চলেছে সেরাজ্যের বিজেপি সরকার। অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্ম বলেছেন অসমিয়াদের অস্তিত্ব রক্ষায় এবার নতুন আইন আনতে চলেছে অসম সরকার। কেবল মাত্র অসমিয়ারাই সেরাজ্যে জমি কেনার অধিকারি হবেন এমনই আইন আনতে চলেছে রাজ্য সরকার।

সিএএ-র প্রতিবাদে উত্তাল অসম

সিএএ-র প্রতিবাদে উত্তাল অসম

নাগরিকত্ব সংশোধন বিল পেশের সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়েছিল রাস্তায়। রাজ্যসভায় বিলটি অনুমোদন পাওয়ার পর বিক্ষোভের আগুন দ্বিগুণ হয়। বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের জন্য প্রবল আপত্তি তোলেন অসমিয়ারা। তাঁরা অভিযোগ করেছেন অনুপ্রবেশে জেরে অসমে বাংলাদেশিদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। রাজ্যের আদি বাসিন্দাদের অস্তিত্ব সংকটে পড়েছে। অসংখ্য মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন গুয়াহাটি সহ অসমের একাধিক শহরে। জারি করা হয় ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

নতুন আইনের প্রতিশ্রুতি

নতুন আইনের প্রতিশ্রুতি

বিক্ষোভে জল ঢালতে নতুন পরিকল্পনার কথা শুনিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেছেন, অসমের জমি অসমিয়াদের জন্য। অসমিয়ারা এই রাজ্যে জমি কেনার অধিকারি হবেন এমন আইন আনতে চলেছে রাজ্য সরকার। শুধু তাই নয় জমি বিক্রির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হবে বসে জানিয়েছেন তিনি। জমি বিক্রি করতে হলে কেবল মাত্র অসমিয়াদের জমি বিক্রি করতে হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নাকি এই আইন নিেয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। আগামী বিধানসভা অধিবেশনেই সেই বিল পেশ করা হবে।

অসমিয়াকে রাজ্যের সরকারি ভাষা করার দাবি

অসমিয়াকে রাজ্যের সরকারি ভাষা করার দাবি

শুধু জমিকেনা বেচা নয় অসমিয়া ভাষাকে রাজ্যের সরকারি ভাষা করার দাবিও জানিয়েছেন মন্ত্রীরা। রাজ্যের এক বর্ষিয়ান বিজেপি নেতা জানিয়েছেন অসম সরকার নাকি কেন্দ্রীয় সরকারের কাছে ৩৪৫ নম্বর ধারা সংশোধনের দাবি জানিয়েছে। এবং অসমিয়া ভাষাকে রাজ্যের সরকারি ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। তবে এই ভাষার আইন থেকে বাইরে রাখা হবে বরাক ভ্যালি, বরোল্যান্ডকে।

১৫-১৬ ডিসেম্বর জামিয়া ক্যাম্পাসে কী ঘটেছিল! স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে কোন দাবি বিশ্ববিদ্যালয়ের১৫-১৬ ডিসেম্বর জামিয়া ক্যাম্পাসে কী ঘটেছিল! স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে কোন দাবি বিশ্ববিদ্যালয়ের

সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তির পক্ষে এবার সওয়াল এনডিএ শরিক অকালি দলের সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তির পক্ষে এবার সওয়াল এনডিএ শরিক অকালি দলের

English summary
In law will be introduce in Assam only for Assamis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X