For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে স্থানীয়দের কাছে ভারতীয় সেনা যেন 'ত্রাতা'! চিনকে ঘিরে কোন আশঙ্কায় গ্রামবাসীরা

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশ আলোচনা করছে লাদাখ পরিস্থিতি নিয়ে। চিন ভারত সংঘাতের মধ্যে যখন তাবড় কূটনৈতিক আলোচনা, রাষ্ট্রনেতা পর্যায়ের আলোচনা ঘিরে সকলেই ব্যস্ত,তখন লাদাখবাসীর পরিস্থিতি উঠে এল নয়া রিপোর্টে। লাদাখের সংঘাতের মাঝে ভারতীয় সেনা যেন ধীরে ধীরে এলাকাবাসীর কাছে ত্রাতা হয়ে উঠছে।

 ভারতীয় সেনার পাশে গ্রামবাসী

ভারতীয় সেনার পাশে গ্রামবাসী

গোটা লাদাখ কার্যত উদ্বেগ আতঙ্কে দিন কাটাচ্ছে। আর তার মাঝেই চলছে চিন ভারত সংঘাত। এমন এক পরিস্থিতিতে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছেন লাদাখের বহু মানুষ। সেনার কাছে চাল, ডালের বস্তা কঠিন পার্বত্য এলাকা পেরিয়ে পৌঁছে দিচ্ছেন গ্রামবাসীরা। 'দ্যা গার্ডিয়ান' এর প্রকাশিত রিপোর্ট বলছে, লাদাখের মানুষের কাছে এখন ত্রাতা ভারতীয় সেনা। এর নেপথ্যে রয়েছে বহু কারণ।

কোন আতঙ্কে লাদাখবাসী?

কোন আতঙ্কে লাদাখবাসী?

লাদাখের সংঘাতের মাঝে চুশুল গ্রামের ১০০ জন মানুষ হিমালয়ের কঠিন পার্বত্য এলাকার ব্ল্যাক টপে ভারতীয় সেনাকে রসদ পৌঁছে দিচ্ছেন পিঠে মাল নিয়ে। এই ছবি এখন লাদাখে প্রায়ই দেখা যাচ্ছে। মূলত গ্রামবাসীরা চাইছেন , চিনের হাত থেকে সেনা তাঁদের 'রক্ষা ' করুক। তাই গোটা লাদাখ ভারতীয় সেনার সমর্থনে এসেছে।

শীতে গ্রাম চলে যেতে পারে....

শীতে গ্রাম চলে যেতে পারে....

গ্রামবাসীদের বক্তব্য, ভারতীয় সেনা যদি পোক্ত জায়গায় না থাকে লাদাখে, তাহলে অচিরেই চিন লাদাখে তাদের গ্রামের দখল নেবে। আর চিনের সেনার সেই অত্যাচার থেকে বাঁচতেই ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে গোটা লাদাখ। যেখানে বহু মানুষই তিব্বত থেকে চিনের অত্যাচারের জেরে ভারতে এসেছিলেম ১৯৬২ সালের যুদ্ধের সময়।

যুদ্ধের কঠিন সময় আসন্ন

যুদ্ধের কঠিন সময় আসন্ন

উল্লেখ্য, লাদাখ যুদ্ধের সবচেয়ে কঠিন সময় আসা এখনও বাকি। সেখানে শীতকালে ব্ল্যাকটপের রাস্তা কার্যত বরফ মুড়ে দেবে। ফলে সংযোগ রক্ষা কঠিন হবে। এমন অবস্থায় সেনার ভরসা স্থানীয় মানুষ। যাঁরা নিজেরা পাহাড়ের চূড়ায় সেনাকে খাবার, রসদ পৌঁছে দিচ্ছেন। অন্যদিকে, চিন থেকে বাঁচতে লাদাখবাসীর ভরসা সেনা।

English summary
In Ladakh Villagers are helping Indian army out of fear of China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X