For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের হাওয়ায় তপ্ত কেরল, ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা বামেদের

ভোটের হাওয়ায় তপ্ত কেরল, ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা বামেদের

  • |
Google Oneindia Bengali News

বাংলা অসমের পাশাপাশি ভোটের হাওয়ায় ক্রমেই তপ্ত হচ্ছে কেরলের মাটিও। এদিকে বরাবরই বাম দুর্গ বলে পরিচিত কেরলে বিজেপিও ক্রমেই শক্তি বাড়াচ্ছে। সেই সঙ্গে লড়াইয়ের ময়দানে নেমেছে অন্যান্য বিরোধীরাও। এদিকে ইতিমধ্যেই একাধিক রাজ্যে আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে সিপিআইএম। তার অন্যথা হলো না কেরলেও। সূত্রের খবর, ইতিমধ্যেই কেরলে ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। তালিকায় রয়েছে ৯ নির্দল প্রার্থীও।যাদের সমর্থন করছে শাসক দল।

ভোটের হাওয়ায় তপ্ত কেরল, ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা বামেদের

এদিকে কেরলে আবার টানা দু’বার বিধায়ক হয়েছেন, এমন কাউকে আর প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে শাসক সিপিএম। সেই তালিকা অনুযায়ী এ বার আর প্রার্থী হতে পারছেন না অন্তত পাঁচ জন মন্ত্রী, বিদায়ী বিধানসভার স্পিকার এবং আরও কিছু বর্ষীয়ান নেতা। এ বার প্রার্থী তালিকায় নাম থাকছে না মন্ত্রী টমাস আইজ়্যাক, এ কে বালন, জি সুরেন্দ্রন, সি রবীন্দ্রনাথ, স্পিকার পি শ্রীরামকৃষ্ণন প্রমুখের। বাদ পড়ছেন মন্ত্রী ই পি জয়রাজনও।

অন্যদিকে নতুন তালিকায় ১২ জন মহিলা প্রার্থী রয়েছে বলেও জানা যাচ্ছে। একইসাথে ৪ জন প্রার্থীর বয়স ৩০ বছরের নীচে। এই তালিকায় রয়েছেন জ্যাক সি থমাস, কে এম শচীন দেব, লিন্টো জোসেফ, পি মিঠুনের মতো সিপিএম নেতারা। একইসাথে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ৮ জন প্রার্থী,৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ ও ষাটোর্ধ্ব ২৪ জন প্রার্থী রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ঘোষিত ৮৩ জন প্রার্থীর মধ্যে ৪২ জন বিভিন্ন বিষয়ে ডিগ্রিধারী এবং তাদের মধ্যে ২৮ জন আইনজীবীও রয়েছেন।

তৃণমূলের ভাঙনে লাভবান ওয়েইসির দল, মাইনরিটি সেলের কার্যকরী সভাপতি হলেন মিমের প্রার্থী তৃণমূলের ভাঙনে লাভবান ওয়েইসির দল, মাইনরিটি সেলের কার্যকরী সভাপতি হলেন মিমের প্রার্থী

English summary
In Kerala, the names of 83 candidates were announced by the Left
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X