For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ হাজারের অচেনা নোট বাজারে আসতেই শুরু হয়েছে জাল পর্ব, জেনে নিন কীভাবে

কর্ণাটকের এক কৃষককে ২ হাজার টাকার নকল নোট দিয়ে জালিয়াতি করা হয়েছে। অশোক নামে সেই কৃষক কর্ণাটকের চিকমাগালুরের বাসিন্দা।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর : মাত্র ২ দিন হয়েছে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২ হাজার টাকার নোট। আর তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে জাল করার প্রক্রিয়া। এই অত্যাধুনিক নোটকে জাল করা এককথায় অসম্ভব, তবে এই দিয়ে জালিয়াতি করা মোটেও কঠিন কাজ নয়, কারণ নতুন নোট এখনও সকলের হাতে পৌঁছয়নি। [নোটের আকাল, বিল মেটাতে হাসপাতালে ৪০ হাজার টাকার খুচরো দান]

জানা গিয়েছে, কর্ণাটকের এক কৃষককে ২ হাজার টাকার নকল নোট দিয়ে জালিয়াতি করা হয়েছে। অশোক নামে সেই কৃষক কর্ণাটকের চিকমাগালুরের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে পেঁয়াজ নিয়ে এলে এক অচেনা ব্যক্তি তাঁর থেকে পেঁয়াজ কিনে ২ হাজার টাকার নোটে টাকা মেটান। বলেন, এই নতুন ২ হাজার টাকা বৈধ। [নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?]

বাজারে আসতে না আসতেই জাল করা শুরু ২ হাজারের নোট?

তবে পরে সেই নোট নিয়ে বন্ধুদের দেখালে অশোক জানতে পারেন তিনি বোকা বনেছেন। তাঁকে ঠকিয়ে পেঁয়াজ কিনে নকল ২ হাজারের নোট ঠেকিয়ে চলে গিয়েছে ওই গ্রাহক। যে নোটটি অশোককে দেওয়া হয়েছে তা আসল ২ হাজারের নোটের ফটো কপি বলে জানা গিয়েছে। [ঘুষ চাই! বাড়তি আবদার, দিতে হবে ১০০ টাকার নোট, গ্রেফতার সরকারি কর্মচারী]

পুলিশ জানিয়েছে, জাল নোটটি আসল ২ হাজার টাকার নোটের ফটো কপি। যে কেউ তা দেখেই চিনতে পারবেন। তবে অশোক নামে ওই কৃষক আগে ২ হাজার টাকা দেখেননি বলে সম্ভবত ধোঁকা খেয়ে গিয়েছেন। [নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে ফিরবে ১ হাজার টাকা নোট]

কেন্দ্র ও আরবিআইয়ের তরফে জানানো হয়েছে যে নতুন ২ হাজার ও ৫০০ টাকার নোট উচ্চ প্রযুক্তিতে তৈরি। তা জাল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এতে এমন বৈশিষ্ট্য রয়েছে যার ফলে এমনকী দৃষ্টিহীনরাও নোটে হাত দিয়ে তা পার্থক্য করতে পারবেন।

English summary
In Karnataka, Farmer Cheated With Copy Of Rs.2,000 Note
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X