For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার আইডি থেকে কটা সিম চলছে, আপনি জালিয়াতির শিকার হচ্ছেন না তো ,কীভাবে জানবেন?

প্রথমে tafcop.dgtelecom.gov.in পোর্টালে যান

  • |
Google Oneindia Bengali News

আপনি কী জানেন আপনার আইডিতে থেকে কেউ সিম চালাচ্ছে কিনা? হয়তো এখনও পর্যন্ত আপনি তা জানেন না। কিন্তু এভাবে যদি কেউ আপনার পার্সোনাল আইডিতে থেকে সিম চালায়, তাহলে সে আপনাকেও সমস্যায়ও ফেলতে পারে। আপনার আইডিতে কতগুলি সিম চলছে তা জানতে সরকার একটি পোর্টালও তৈরি করেছে। নিয়ম অনুসারে একটি আইডি থেকে ৯ টি সিম চালানো যেতে পারে। তবে জম্মু ও কাশ্মীর আসাম-সহ উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলিতে একটি আইডিতে কেবল ৬ টি সিম চালানো যেতে পারে।


চলুন জেনে নি সেই প্রকিয়াটি কী

চলুন জেনে নি সেই প্রকিয়াটি কী

বর্তমানে যাদের কাছে এর থেকে বেশি সিম রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে টেলিকম বিভাগ। যদি কোনও গ্রাহক নির্দিষ্ট নম্বরের বেশি রাখেন, তবে তাকে সমস্ত সিমের KYC করতে হবে। ৭ ডিসেম্বর এসংক্রান্ত সমস্ত তথ্য জারি করা হয়েছে। KYC-এর জন্য গ্রাহকদের ৬০ দিন সময় দেওয়া হবে। আন্তর্জাতিক রোমিং, অসুস্থ ও অক্ষম গ্রাহকদের অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হবে বলে জানা গিয়েছে। আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে? আপনি যদি এই জিনিসটি জানতে চান তবে একটি আপনাকে একটি ছোট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। চলুন জেনে নি সেই প্রকিয়াটি কী

আপনার আইডিতে কয়টি সিম চলছে আছে তা জানা গুরুত্বপূর্ণ

আপনার আইডিতে কয়টি সিম চলছে আছে তা জানা গুরুত্বপূর্ণ

আপনার আইডিতে যদি আপনার ১টি সিম চালানো হয় যা আপনি ব্যবহার করছেন না, তাহলে আপনাকে এর জন্য টেলিকম বিভাগকে উত্তর দিতে হবে। যেমন- আপনার আইডির সাথে যুক্ত সিম নিয়ে যদি ভুল বা বেআইনি কার্যকলাপ চলছে, তাহলে আপনি সমস্যায় পড়বেন। তাই আপনার আইডিতে কতগুলি সিম যুক্ত আছে তা জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমার আইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানেন

আমার আইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানেন

টেলিকম বিভাগ প্রতারণা ব্যবস্থাপনা এবং গ্রাহক সুরক্ষা (TAFCOP) জন্য টেলিকম বিশ্লেষণ প্রস্তুত করেছে। এর জন্য তিনি একটি পোর্টাল tafcop.dgtelecom.gov.in চালু করেছেন। এই পোর্টালে সারাদেশে চলমান সকল মোবাইল নম্বরের ডাটাবেস আপলোড করা হয়েছে। পোর্টালের মাধ্যমে স্প্যাম এবং জালিয়াতি রোধ করার চেষ্টা করা হয়েছে। এখান থেকে আপনি জানতে পারবেন আপনার আইডিতে কয়টি সিম চালু আছে। যদি কেউ আপনার আইডিতে সিম ব্যবহার করে, তাহলে আপনিও তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। এই প্রক্রিয়াটি দেখতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।

প্রক্রিয়াটি কীভাবে অনুসরণ করবেন

প্রক্রিয়াটি কীভাবে অনুসরণ করবেন

১) প্রথমে tafcop.dgtelecom.gov.in পোর্টালে যান।

২) এরপর বক্সে আপনার মোবাইল নম্বর লিখুন।

৩) তারপর আপনার মোবাইলে OTP যাবে। সেটা পুট করে লগইন করুন।

৪) তারপর আপনি দেখতে পাবেন আপনার আইডি থেকে কোন কোন নম্বর চলছে। এবং সেই সঙ্গে আপনি তার বিবরনও জানতে পারবেন।

৫) যদি তালিকায় এমন একটি নম্বর থাকে যা আপনি জানেন না, তবে আপনি এটি রিপোর্ট করতে পারেন।

৬) এর জন্য, নম্বরটি নির্বাচন করুন এবং 'এটি আমার নম্বর নয়'।

৭) এবার উপরের বক্সে আইডিতে লেখা নাম দিন।

৮) এবার নিচের Report বক্সে ক্লিক করুন।

৯) অভিযোগ করার পরে, আপনাকে একটি টিকিট আইডি রেফারেন্স নম্বরও দেওয়া হয়।

English summary
in just 30 seconds you will know how many sims are running from your id you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X