For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসের প্রায় অর্ধেক দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, জনে নিন জুলাই মাসে কত দিন বন্ধ থাকবে পরিষেবা

মাসের প্রায় অর্ধেক দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, জনে নিন জুলাই মাসে কত দিন বন্ধ থাকবে পরিষেবা

Google Oneindia Bengali News

জুলাই মাসে অর্ধেক দিন ব্যাঙ্ক ছুটি। ব্যাঙ্কের ছুটির তালিকা অন্তত সই দিকেই ইঙ্গিত করছে। এক মাসে ১৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। প্রথম দিন থেকেই ছুটি। ১ জুলাই ওড়িশায় রথযাত্রার উৎসব তাই এদিন সেখানে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১ জুলাই শুক্রবার পড়েছে। তবে অন্য রাজ্যে এদিন ব্যাঙ্ক খোলা থাকছে। তারপরেই আবার আরবিআইয়ের ক্যালেন্ডার বলছে ৯ জুলাই বকরি ইদ। সেদিনও ব্যাঙ্ক ছুটি। এমনিতেও ৯ জুলাই দ্বিতীয় শনিবার সেকারণে ব্যাঙ্ক এমনিতেই ছুটি।

অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ

অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ

ব্যাঙ্কের ছুটিকে তিনটি ভাগে ভাগ করেছে আরবিআই। একটা নিয়মিত ছুটি। আরেকটা রাজ্য ভিত্তিক ছুটি। জুলাই মাসে ১৪ দিন ব্যাঙ্কে ছুটির মধ্যে ৮ দিন রাজ্য ভিত্তিক ছুটি থাকছে। তারমধ্যে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে সব ব্যাঙ্ক। এটা নিয়মিত ছুটির মধ্যে একটা। তার সঙ্গ রাজ্য ভিত্তিক ছুটি। আর জাতীয় ছুটি তো থাকছিই। রথ যাত্রা যেমন রাজ্য ভিত্তিক ছুটি। কেবল মাত্র উড়িশ্যাতেই রথের দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। বাকি রাজ্যে ব্যাঙ্ক খোলাই থাকছে।

কী বলছে আরবিআইয়ের ক্যালেন্ডার

কী বলছে আরবিআইয়ের ক্যালেন্ডার

কাজই জুলাই মাসে ব্যাঙ্কের কাজ সারতে হলে ছুটির তালিকা একবার দেখে নিয়ে তবেই কাজে বেরোনো উচিত। এদিকে আবার জুলাই মাস থেকেই আরবিআইয়ের অর্থ বর্ষ শুরু হয়। কাজেই সেই দিক থেকে জুলাই মাস অত্যন্ত গুরুত্ব পূর্ণ। উৎসবের মরশুমে অনেকটাই চাপ থাকে। জুলাই মাস থেকে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। রথের দিন দুর্গাপুজোর খুঁটিপুজো হয়। তার পরেই কাউন্ট ডাউন এক প্রকার শুরু হয়ে যায়।

কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ

কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ

জুলাই মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআইয়ের ক্যালেন্ডার সেকথাই বলছে। তবে সবরাজ্যেই যে একই সময়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে এমন নয়। রাজ্য ভিত্তিক ছুটি আছে। যেমন রথযাত্রার কারণে ১ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে ওড়িশাতে। পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে ছুটি থাকবে এমন কোনও কথা নেই। ৭ জুলাই আবার ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলায় কারচি পুজোর জন্য। ৯ জুলাই বখরি ইদ তার জন্য ছুটি থাকবে কোচি, তিরুঅনন্তপূরমে। তবে সেদিন দ্বিতীয় শনিবার হওয়ায় গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১জুলাই আবার ইদ উদ আজা। সেজিন শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ জুলাই ভানু জয়ন্তী। সেদিন গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ। ১৪ জুলাই বেহ দেখলাম। সেদিন শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৬ জুলাই দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ। সেদিন সেখানে হারেলা উদযাপন হয়। ২৬ জুলাই আগরতলায় খেরপজো হয়। সেদিন সেখানে ব্যাঙ্ক বন্ধ।

সপ্তাহান্তে লম্বা ছুটি

সপ্তাহান্তে লম্বা ছুটি

উৎসব আর সাপ্তাহিক ছুটি মিলেমিশে গিয়ে লম্বা ছুিট পড়েছে। ৯ তারিখ শুক্রবার বখরি ইদ। তারপরের দিন দ্বিতীয় শনিবার কাজেই শুক্র-শনি-রবি পর পর তিনদিন ছুটি। ১৭ জুলাই আবার ৩য় রবিবার । ২৩ জুলাই আবার চতুর্থ শনিবার। এক মাসে সপ্তাহান্তের ছুটি আর মনি ছুটি মিলিয়ে কাজ করার সময় কমে যাচ্ছে।

English summary
14 days Bank Holidays in the month of July 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X