প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার
জম্মু ও কাশ্মীরের বুকে এদিন ভয়াবহ দুর্ঘটনার জেরে ভঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার। ঘটনায় ২ জন পাইলট গুরুতর আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে কাশ্মীরের লখনপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুহূর্তে দুই পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(প্রতীকী ছবি)
জানা গিয়েছে, হ্যালের নির্মিত এই হেলিকপ্টারের দুর্ঘটনার নেপথ্যে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। আর তার জন্যই ক্র্যাশ ল্যান্ডি করতে বাধ্য হয় কপ্টারটি। এর আগে রাজস্থানে মিগ ২১ বাইসনের দুর্ঘটনার খবর আসে। তারপর প্রজাতন্ত্র দিবসের পূর্বে এদিন দুপুরে এই দুর্ঘটনার খবর রীতিমতো দুশ্চিন্তায় রেখেছে এলাকাবাসীকে।
তবে মিগের ঘটনায় দুই পাইলটের প্রাণ রক্ষা করা যায়।এমনকি বিমানেও সেভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। এদিকে, এই সেনা কপ্টারে কোথা ক্ষতি হয়েছে, বা কী ঘটেছে, তা নিয়ে এখনও পুরোপরি সমস্ত তথ্য আসেনি। তা আসলেই গোটা ঘটনা আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।