For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিন নেওয়ার পর তিন দিনের মাথায় মৃত্যু! উদ্বেগ বাড়াচ্ছে নয়া পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

'অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন' এর তরফে প্রকাশিত একটি তথ্যে দেখা গিয়েছে, করোনার জেরে মার্চের ৩১ তারইখ পর্যন্ত যে মৃতের সংখ্যার পরিসংখ্যান এসেছে, তার চার তৃতীয়াংশ মৃত্যু হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর পরই। এমন ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশে। তবে এর মাঝেও ভ্যাকসিন না নিলে সমস্যা আরও গভীর হতে পারে বলে মত একাধিক বিশেষজ্ঞের।

৩১ মার্চ পর্যন্ত কী পরিস্থিতি?

৩১ মার্চ পর্যন্ত কী পরিস্থিতি?

এদিকে দেখা গিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত দেশে করোনা ভ্যাকসিনের পর দেখা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার পরও বহু জনের মৃত্যু হচ্ছে। এই সময়কালে ১৮০ জনের মৃত্যু নিয়ে উদ্বেগ মাথাচাড়া দিচ্ছে। ভ্যাকসিনের ৩ দিনের মাথায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে ২৭৬ জনকে। ভ্যাকসিন গ্রহণের ৪ থেকে ৭ দিনের মাথায় ১৫ জন হাসপাতালে ভর্তি হন। এরপর ৮ থেকে ২৮ দিনের মাথায় ১৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে।

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, শেষ ভ্যাকসিনে নেওয়ার তারিখের পর যে মৃত্যুগুলি দেশে হয়েছে তারমধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ভ্যাকসিনের ৩ দিন পর থেকে শুরু হয়েছে। মোট ১২৪ টি এমন ঘটনায় ভ্যাকসিন নেওয়ার ৩ দিন পর থেকে ৯৩ জনের মৃত্যু হয়েছে। ৪ থেকে ৭ দিনের পরে মৃত্যু হয়েছে ১৮ জনের। ৮ থেকে ২৮ দিন পরে মৃত্যু হয়েছে ১১ জনের। তবে ২৮ দিন পার করার পর এই ১২৪ জনের মধ্যে কারোর মৃত্যুর খবর নেই।

ইওরোপিয়ান মেডিসিন এজেন্সি কী জানিয়েছে?

ইওরোপিয়ান মেডিসিন এজেন্সি কী জানিয়েছে?

এদিকে ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সি জানিয়েছে, যে সমস্ত স্বাস্থ্যকর্মী ও নাগরিকরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁরা সতর্ক থাকুন। রক্ততঞ্চনের একটি বিরল ঘটনা বা রক্তে প্লেটলেটের কমতির বিরল ঘটনা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে। যা ভ্যাকসিন নেওয়ার ২ সপ্তাহ বাদে প্রকট হচ্ছে।

রক্ততঞ্চন নিয়ে রিপোর্ট ঘিরে ভারতের পদক্ষেপ

রক্ততঞ্চন নিয়ে রিপোর্ট ঘিরে ভারতের পদক্ষেপ

এদিকে, রক্ততঞ্চন নিয়ে পদক্ষেপ ঘিরে ভারত যথোপোযুক্ত পদক্ষেপ নেবে ভারত। এমনই তথ্য জানা গিয়েছে সাম্প্রতিক খবরে। এই বিষয়ে বহু স্বাস্থ্যকর্মী এফইআইকে যথাযথ রিপোর্ট দিতে বলেছে। তাঁরা ভ্যাকসিনেসন নিয়ে আরএ স্বচ্ছ্বতার দাবি করেছে। এদিকে, সরকারের তরফে এক বিশেষজ্ঞদল রক্ততঞ্চন বিষয়ক তথ্য নিয়ে তদন্ত শুরু করেছে। বহু মিডিয়া রিপোর্টে ভ্যাকসিন নিয়া নানা জল্পনার মাঝে সরকার নিয়েছে বড় পদক্ষেপ।

ভ্যাকসিনেশনের পর করোনায় মৃতের সংখ্যা

ভ্যাকসিনেশনের পর করোনায় মৃতের সংখ্যা

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, সেই সময়ের পর থেকে ৯ জনের মৃত্যুর খবর এসেছে। জানুয়ারি ২৭ পর্যন্ত। ফেব্রুয়ারি ২৬ এর মধ্যে ৪৬ জনের মৃত্যুর খবর আসে। এমনই তথ্য দিচ্ছে 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'র এক প্রতিবেদন। তবে, বিভিন্ন পরিসংখ্যানের মাঝেও ভ্যাকসিন আবশ্যিকভাবে নেওয়ার পরামর্শ রয়েছে একাধিক বিশেষজ্ঞের।

English summary
In India A number of Fatality cases seen within the three days of taking Covid vaccine,know the statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X