ভারতে ১২ শতাংশ শিশু ও কিশোর–কিশোরী করোনায় আক্রান্ত, রিপোর্ট ইউনিসেফের
ভারতে ১২ শতাংশ শিশু ও ২০ বছরের নীচে কিশোর–কিশোরীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে, যেখানে বিশ্বজুড়ে এই হার ১১ শতাংশ। এই নতুন তথ্য বিশ্লেষণ করেছে ইউনিসেফ, যারা ৮৭টি দেশের কোভিড–১৯ তথ্য খতিয়ে দেখেছে। তাদের মতে, মূলতঃ এই মহামারিটি প্রত্যাশার চেয়ে শিশু ও তরুণদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

মহামারির প্রভাব শিশুদের ওপর থাকবে কয়েক বছর
ইউনিসেফের রিপোর্টে এও বলা হয়েছে, এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশু সুরক্ষার মতো জরুরি পরিষেবার ওপর হস্তক্ষেপ হওয়ায় তা শিশুদের ক্ষতি করছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘অ্যাভারটিং আ লস্ট কোভিড জেনারেশন' শীর্ষক ইউনিসেফের রিপোর্টে এই চিত্র ধরা পড়েছে। সেখানে বলা হয়েছে, ‘মহামারি প্রভাব আরও কয়েক বছর ধরে শিশুদের জীবনে প্রভাব ফেলবে, এমনকী যদি যুগান্তকারী ভ্যাকসিন শীঘ্রই উপলব্ধ হয় তাও। শিশু ও কিশোর-কিশোরীরা মহামারির যে বিপন্ন ঝুঁকির সম্মুখিন হয়েছে তাতে বিশ্বের প্রতিক্রিয়ার ওপর তাদের ভবিষ্যত নির্ভর করছে।'

স্কুল বন্ধের প্রভাব পড়েছে শিশুদের ওপর
ভারতে ১৫ লক্ষ স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রাথমিকভাবে ২৪ কোটি ৭০ লক্ষ তালিকাভুক্ত শিশুর ওপর প্রভাব পড়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২ কোটি ৮০ লক্ষ শিশুর ওপরও সরাসরি এই মহামারির প্রভাব পড়েছে। বিশ্বজুড়ে কোভিড-১৯-এর কারণে স্কুল বন্ধ থাকার জন্য ৯০ শতাংশ শিশুর ওপর এর প্রভাব পড়েছে, যার মধ্যে ৭৪ কোটি ৩০ লক্ষ মেয়ে। এর মধ্যে আবার ১১ কোটি ১০ লক্ষ শিশু উন্নতশীল দেশ থেকে। রিপোর্টে এও আশঙ্কা করে জানানো হয়েছে যে, আগামী ১২ মাসে স্বাস্থ্যসেবা প্রাপ্তি মারাত্মকভাবে বিঘ্নিত হওয়া এবং ক্রমবর্ধমান অপুষ্টির সমস্যাসহ আনুমানিক ২০ লক্ষ অতিরিক্ত শিশুর মৃত্যু হতে পারে এবং ২ লক্ষ অতিরিক্ত মৃত শিশুর জন্ম হতে পারে।

ভারত লড়ছে অপুষ্টির বিরুদ্ধে
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে স্কুল বন্ধ, সফরের ওপর বিধিনিষেধ ও অন্যান্য কোভিড নিয়ন্ত্রণ সতর্কতার কারণে অর্থনীতির ওপর প্রভাব পড়ছে, যার জন্য শিশুদের মধ্যে অপুষ্টির লক্ষণ দেখা দিচ্ছে বেশি করে। ইতিমধ্যে ভারত খাবার নষ্ট, শিশু মৃত্যু ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করছে।

ইউনিসেফের বার্তা
ইউনিসেফের ভারতের প্রতিনিধি ডাঃ জ্যাসমিন আলি হক বলেন, ‘আমরা জানি যে কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য পদ্ধতির অবনতি হয়েছে। কিন্তু আমাদের এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে শিশুদের আগামী ভবিষ্যত সুন্দর হতে পারে।'

করোনার অক্সফোর্ড ভ্যাকসিন পাওয়া যাবে ১০০০ টাকার মধ্যে! পুনাওয়ালার বড় বার্তা