For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীন ভারতে কে প্রথম বাজেট পেশ করেন? সেসময় কত টাকা বাজেট ঘাটতি ছিল জানেন?

দেশভাগের পর আর কে শানমুখম চেট্টির প্রথম বাজেট পেশ করেন

  • |
Google Oneindia Bengali News

বাজেট পেশ হওয়ার আগে আমজনতা যেন মুখিয়ে থাকে। কিছু পাওয়ার প্রত্যাশায় থাকেন তাঁরা। কোন খাতে কত লাভ হল কোথায় কতটা লোকসান হল তার চুলচেরা বিচার করেন তাঁরা। কিন্তু ব্রিটিশ বাজেট কবে ভারতে শেষ পেশ করা হয়েছিল জানেন! দেশ স্বাধীনের কিছু সময় আগে অর্থাৎ ১৯৪৭ সালে ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ ভারতের শেষ বাজেট পেশ করা হয় এবং তা মার্চ মাসে পাস হয়।

স্বাধীন ভারতে কবে প্রথম বাজেট পেশ করা হয়

স্বাধীন ভারতে কবে প্রথম বাজেট পেশ করা হয়

দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে দেশ ভাগের পর দেশের জন্য দরকার হয়ে ওঠে বাজেটের। দেশ ভাগের পর অর্থাৎ ১৯৪৭ সালের ২৬ নভেম্বর অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টির প্রথম বাজেট পেশ করেন। এই বাজেট পেশ করায় তিনি বিশেষ সম্মানও পেয়েছিলেন। ইতিহাসের পাতায় আজও তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

অর্থমন্ত্রী কতগুলি বাজেট পেশ করেন

অর্থমন্ত্রী কতগুলি বাজেট পেশ করেন

যে সময় গুলিতে অর্থমন্ত্রী বাজেট করেছেন। সেই সময় বাজেট প্রস্তাবগুলি ছিল ১৫ অগস্ট, ১৯৪৭ সালের ৩১ মার্চ, ১৯৪৮ সালের সাড়ে সাত মাস পর্যন্ত। অনুমান করে দেখা গেছে সেই সময় ২৪.৫৯ কোটি টাকার ঘাটতি ছিল। রাজস্বের বিপরীতে মোট ব্যয়ের ঘাটতি ছিল ১৭১.১৫ কোটি টাকা। যদিও এটি জানা গেছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট অনুসারে।

 আর কে শানমুখম চেট্টি কী বলেছিলেন

আর কে শানমুখম চেট্টি কী বলেছিলেন

অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি বলেছিলেন, 'আমি স্বাধীন মুক্ত ভারতের প্রথম বাজেট পেশ করেছি। আর এই ঘটনাটিকে আমি ঐতিহাসিক দিন হিসাবে ঘোষণা করব। এই সুযোগ একটি বিরল সুযোগ।'

 বাজেট পেশ করার সময় কেন ব্যাগ ব্যবহার করা হয়

বাজেট পেশ করার সময় কেন ব্যাগ ব্যবহার করা হয়

অর্থমন্ত্রী বাজেট পেশের সময় একটি ট্রেডমার্ক বাজেট ব্যাগ নিয়ে এসেছিলেন। কিন্তু এই ব্যাগে আসলে থাকে কী! তা নিয়ে হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগে। এই ব্যাগে থাকে অর্থমন্ত্রীর বাজেটের বক্তৃতার নথি ও আর্থিক নথিপত্র থাকে।

সেসময় রাজস্বের ঘাটতি ছিল ২৬.২৪ কোটি টাকা

সেসময় রাজস্বের ঘাটতি ছিল ২৬.২৪ কোটি টাকা

ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, স্বাধীন ভারতের প্রথম বাজেট রাজস্বের লক্ষ্য ছিল ১৭১.১৫ কোটি টাকা। অনুমান করে দেখা গেছে সেই সময় রাজস্বের ঘাটতি ছিল ২৬.২৪ কোটি টাকা। সেই বছরের মোট ব্যয় অনুমান করা দেখা গিয়েছিল ১৯৭.২৯ কটা টাকা। সেই সময় ৯২.৭৪ কোটি টাকা প্রতিরক্ষা পরিষেবাগুলির জন্য দান করা হয়েছিল।

দেশভাগের পর এখন পর্যন্ত মোট ৭৩ টি বাজেট পেশ করেছিল

দেশভাগের পর এখন পর্যন্ত মোট ৭৩ টি বাজেট পেশ করেছিল

দেশভাগের পর অর্থাৎ অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি প্রথম বাজেট পেশের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ৭৩ টি বাজেট পেশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৪ টি অন্তর্বর্তীকালীন বাজেট ও ৪ টি বিশেষ বাজেট। মোরারজি দেশাই যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। তিনি মোট ১০ টি বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন দেশে। ১৯৫৯ সালে প্রথম তিনি বাজেট পেশ করেছিলেন। ১৯৫৯-১৯৬৩ সাল পর্যন্ত। তারপর ১৯৬৭-১৯৬৯ সাল পর্যন্ত। এবার দেশের ২০২২ সালের পয়লা ফেব্রুয়ারি বাজেট করা হবে।

দেশে প্রথম একই পরিবারের তিন সদস্য বাজেট পেশ করেছিলেন, জানেন সেটি কোন পরিবার দেশে প্রথম একই পরিবারের তিন সদস্য বাজেট পেশ করেছিলেন, জানেন সেটি কোন পরিবার

English summary
In independent India, Finance Minister RK Shanmukham Chetty presented the first budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X