কৃষকদের মন পেতে ৩ জন কেন্দ্রীয় মন্ত্রীকে ময়দানে নামাল মোদী সরকার! হাইভোল্টেজ বৈঠক ঘিরে নজর সব মহলের
দিল্লির বিজ্ঞান ভবনের দিকে তাকিয়ে গোটা দেশ। যেখানে সংগঠিত হয় ৪০ টি কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের বৈঠক। এই কেন্দ্রীয় বৈঠকই এবার দেশের ফোকাসে। কারণ এক মাসের বেশি চলা কৃষক আন্দোলন ঘিরে এই বৈঠকে মোদী সরকার নামিয়েছে তার তাবড় ৩ সৈনিককে!

৪০ টি সংগঠন, ৩ মন্ত্রী
দিল্লির বিজ্ঞানভবনে টেবিলের একপাশে নরেন্দ্র সিং তোমার, পীযূষ গোয়েল, সোম প্রকাশের মতো মন্ত্রীরা। অন্যদিকে ৪০ টি কৃষক সংগঠনের নেতারা । এই দুইপক্ষ মুখমুখি হতেই এদিন বৈঠক শুরু হয় দিল্লির বিজ্ঞানভবনে।

লাঙ্গারের খাবার পীযূষদের!
মোদী সরকার কার্যত এদিন মরিয়া ছিল এই বৈঠকে কৃষকদের মন পেতে। তাই এই বৈঠকের ফাঁকে মধ্যাহ্নভোজে দেখা যায় ৩ মন্ত্রী , কৃষকদের সঙ্গেই লাঙ্গার থেকে আসা খাবার খাচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে যে এই তিন মন্ত্রী কতটা মরিয়া এই সংঘাত মেটানোর ক্ষেত্রে তা স্পষ্ট হয়।

ডিজাস্টার ম্যানেজমেন্টে গোয়েলরা
এতদিন ধরে কেন্দ্র ও কৃষকদের এই বৈঠকে কেবলমাত্র কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে দেখা গিয়েছিল। তবে এবার সেখানে তাঁর সঙ্গে কেন্দ্রের ২ বড় মন্ত্রীকেও দেখা গেল। তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল।

কোমর বেঁধে ময়দানে গোয়েল!
জানা গিয়েছে, ৩ টি কৃষি আইন বাতিল, ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে যখন কৃষকরা সরব, তখন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে শেষ মুহূর্তে ময়দানে নামায় মোদী সরকার। এদিন বিজ্ঞানভবনে প্রবেশের আগে, পীযূষ
গোয়েল ২ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন বলে খবর।

'বিজেপি ছাড়লে বিনামূল্যের চিকিৎসা বন্ধ'! দল ছেড়েও ফের পদ্মক্যাম্পে যোগ দেওয়া সাংসদ নয়া বিতর্কে