For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি হল ইতিহাস, নেতাজির আইএনএ-র সঙ্গীরা প্রজাতন্ত্র দিবসের মঞ্চ আলোকিত করলেন

প্রজাতন্ত্র দিবসের মঞ্চে তৈরি হল ইতিহাস। এই প্রথমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা এনআইএ-র সঙ্গীরা মঞ্চ আলো করলেন।

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের মঞ্চে তৈরি হল ইতিহাস। এই প্রথমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা এনআইএ-র সঙ্গীরা মঞ্চ আলো করলেন। রাজপথে আজাদ হিন্দ ফৌজের চার জীবিত সেনা মার্চপাস্ট করলেন। নরেন্দ্র মোদী সরকার তৈরি করল এক নয়া ইতিহাস।

তৈরি হল ইতিহাস, নেতাজির আইএনএ-র সঙ্গীরা প্রজাতন্ত্র দিবসের মঞ্চ আলোকিত করলেন

এই চারজন হলেন পরমানন্দ, ললিত রাম, হিরা সিং, ভাগমল। এদের সকলের বয়সই শতায়ু ছুঁই ছুঁই। এই প্রথমবার এনাদের প্রজাতন্ত্র দিবসের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। এই চারজন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছেন।

এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করে কেন্দ্র। রস দ্বীপের নাম হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপ হয় শহিদ দ্বীপ ও হ্যাভলক দ্বীপের নাম হয় স্বরাজ দ্বীপ।

আন্দামানের মাটি থেকেই আজাদ হিন্দ বাহিনী সরকারের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সুভাষ চন্দ্র বসু। এই দ্বীপ থেকেই স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলেন তিনি। সেই বীর ও তাঁর সঙ্গীদেরই এদিন সম্মান জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদী দিবস।

English summary
In historic first, Netaji Subhash Chandra Bose's INA veterans participate in Republic Day parade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X