For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জওয়ান খুনের বদলা, সীমান্তে প্রত্যাঘাত ভারতের, ৪টি পাকিস্তানি পোস্ট ধ্বংস

বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণ করেছে পাকিস্তান। এবার ভারতও সীমান্তে প্রত্যাঘাত করল। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, কেল ও মাচিল সেক্টরে পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে ভারত।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : মঙ্গলবার তিনজন সেনাকে খুন করার বদলে এবার পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত শুরু করল ভারতীয় সেনা। এদিন সীমান্তের পাকিস্তানি পোস্টগুলিকে মর্টার হানা চালিয়েছে ভারতীয় সেনা। গতকালই পাকিস্তানের বর্বরতার কড়া জবাব দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারত।

এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!

তিন জওয়ানকে খুন করল পাকিস্তানি সেনা, একজনের কেটে নেওয়া হল গলা!

গত কয়েকমাসে বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণ করেছে পাকিস্তান। এবার ভারতও সীমান্তে প্রত্যাঘাত করল। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, কেল ও মাচিল সেক্টরে পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে ভারত।

সীমান্তে প্রত্যাঘাত ভারতের, ৪টি পাকিস্তানি পোস্ট ধ্বংস

এদিন ফের ভীমবার গলি, কৃষ্ণ ঘাটি ও নৌশেরা সেক্টের পাকিস্তান গুলিবর্ষণ করেছে। এর আগে মঙ্গলবারই জানা গিয়েছে, পাকিস্তানি সেনার কভার ফায়ারের মাঝে পাক জঙ্গিরা তিন জওয়ানকে হত্যা করেছে, একজনকে তার মধ্যে গলা কেটে খুন করা হয়েছে।

জম্মুকে টার্গেট করছে লস্কর, পাক সীমান্তে নতুন জঙ্গি লঞ্চ প্যাড তৈরি হচ্ছে!

উরি হামলার দায় স্বীকার করে পাকিস্তানে 'খুল্লামখুল্লা' প্রচার লস্কর-ই-তৈবার!

এরপরই ভারতের তরফ থেকে গোলাবর্ষণ করে চারটি পাকিস্তানি সেনার পোস্ট গুড়িয়ে দিয়েছে ভারত। আরও হামলার হুমকি দিয়েছে স্বয়ং ভারতীয় সেনা।

পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট-এ সেনার পাশাপাশি সঙ্গীরাও একসঙ্গে কাজ করে। সীমান্তের ৭৭৮ কিলোমিটার এলাকায় লাইন অব কন্ট্রোল বা এলওসিতে কীভাবে ভারতীয় সেনার উপরে হামলা চালানো যায় তার ফিকির খোঁজে এই দলটি।

তিন জওয়ানের মৃত্যুর খবর পাওয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে প্রত্যাঘাত করা যায় তার রূপরেখা তৈরি করতে বিশেষ বৈঠক ডাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। নয়াদিল্লিতে এনএসএ-র এই উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরও। কোন পথে পাকিস্তানকে শিক্ষা দেওয়া যেতে পারে তা নিয়েই মূলত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

English summary
In 'heavy retribution' for mutilating soldier, India blitzes Pakistani LoC posts with mortar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X