For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবলিঙ্গের পুজো–ওয়াজুখানা স্থানান্তর, জ্ঞানবাপী নিয়ে তিনটি পিটিশনের শুনানি হবে আজ

শিবলিঙ্গের পুজো–ওয়াজুখানা স্থানান্তর, জ্ঞানবাপী নিয়ে তিনটি পিটিশনের শুনানি হবে আজ

Google Oneindia Bengali News

জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি শুক্রবার সুপ্রিম কোর্ট জেলা বিচারকের কাছে হস্তান্তর করার পর, সোমবার বারাণসীর জেলা বিচারক অজয় কৃষ্ণ বিশ্বেশা তিনটি পিটিশনের শুনানি করবেন।

জ্ঞানবাপী মসজিদ বিতর্ক

জ্ঞানবাপী মসজিদ বিতর্ক

জ্ঞাবাপী মসজিদ মামলার জটিল দিকটি হল হিন্দু পক্ষ দাবি করছে যে ১৬ শতাব্দীতে মন্দির ভেঙে সেই স্থানে এই মসজিদ তৈরি করা হয়, অন্যদিকে মুসলিম পক্ষ প্লেস অফ ওয়ারশিপ (‌বিশেষ বিধান)‌ আইনের কতা উল্লেখ করেছে, যা ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে চালু হওয়া যে কোনও উপাসনালয়ের ধর্মীয় চরিত্রের রূপান্তরকে বাধা দেয়। সোমবার এই মামলা নিয়ে তিনটে পিটিশনের শুনানি করা হবে, যার মধ্যে দু'‌টি পিটিশন হিন্দু পক্ষের এবং একটি হল মসজিদ কমিটির।

পিটিশনে কি কি দাবি করা হয়েছে দেখে নিন

পিটিশনে কি কি দাবি করা হয়েছে দেখে নিন

১)‌ জ্ঞানবাপী চত্ত্বরে শৃঙ্গার গৌরীর নিয়মিত পুজো করার জন্য অনুমতি।

২)‌ মসজিদের ওয়াজুখানায় পাওয়া '‌শিবলিঙ্গ'‌-এর পুজোর অনুমতি।

৩)‌ '‌শিবলিঙ্গ'‌-এর ঘরের দিকে যাওয়ার রাস্তায় পড়ে থাকা ধ্বংসাবশেষ পরিষ্কার করে দেওয়া।

৪)‌ '‌শিবলিঙ্গ'‌-এর দৈর্ঘ্য, প্রস্থ জনার জন্য জরিপ।

৫) বিকল্প ওয়াজুখানার ব্যবস্থা করা। ‌

মসজিদ কমিটির পিটিশন

মসজিদ কমিটির পিটিশন

১)‌ ওয়াজুখানা সিল করা যাবে না।

২)‌ জ্ঞানবাপীর জরিপ বিবেচনা করে, প্লেসেস অফ ওয়ারশিপ আইন ১৯৯১, এর রেফারেন্স সহ মামলা

৮ সপ্তাহের ডেডলাইন

সুপ্রিম কোর্ট জেলা আদালতকে এই মামলার শুনির আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করার জন্য বলেছে। জেলা বিচারক অজয় কৃষ্ণ বিশ্বেশ্ব নির্দেশ দিয়েছেন যে সোমবারের শুনানিতে এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাই শুধুমাত্র কোর্টরুমে উপস্থিত থাকতে পারবেন। আদালতের বাইরে সুরক্ষা কর্মী নিয়োগ করা হয়েছে।

 ৮ সপ্তাহের ডেডলাইন

৮ সপ্তাহের ডেডলাইন

সুপ্রিম কোর্ট জেলা আদালতকে এই মামলার শুনির আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করার জন্য বলেছে। জেলা বিচারক অজয় কৃষ্ণ বিশ্বেশ্ব নির্দেশ দিয়েছেন যে সোমবারের শুনানিতে এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাই শুধুমাত্র কোর্টরুমে উপস্থিত থাকতে পারবেন। আদালতের বাইরে সুরক্ষা কর্মী নিয়োগ করা হয়েছে।

 জ্ঞানবাপী মামলা

জ্ঞানবাপী মামলা

বারাণসী আদালতে ১৯৯১ সালে পিটিশন জমা দিয়ে দাবি করা হয় যে ১৬ শতাব্দীতে কাশীর বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে সম্রাট ঔরঙ্গজেবের আমলে তাঁরই নির্দেশে জ্ঞানবাপী মসজিদ তৈরি করা হয়। পিটিশনার ও স্থানীয় পুরোহিতরা জ্ঞানবাপী মসজিদ চত্ত্বরে পুজো করার অনুমতি চান। এলাহাবাদ হাইকোর্ট ২০১৯ সালে আবেদনকারীদের দ্বারা অনুরোধ করা একটি এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ দেয়। তবে সম্প্রতি এই মসজিদ নিয়ে ফের বিতর্ক দানা বাধে যখন পাঁচজন হিন্দু মহিলা নিয়মিতভাবে শৃঙ্গার গৌরী ও অন্যান্য হিন্দ দেব-দেবীর পুজো করতে চাওয়ার অনুমতি চান জ্ঞানবাপী মসজিদ চত্ত্বরে। গত মাসে, বারাণসীর একটি আদালত জ্ঞানবাপী মসজিদ চত্ত্বরের একটি ভিডিওগ্রাফ জরিপের নির্দেশ দেয় যখন পাঁচজন হিন্দু মহিলা প্রাঙ্গনের পশ্চিম দেয়ালের পিছনে উপাসনা করার আবেদন জানিয়েছিল

English summary
in gyanvapi case 3 petitions will be heard today in district court in varanashi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X