For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থীর পুজো উপলক্ষ্যে গোবরের তৈরি গণেশ মূর্তির চাহিদা তুঙ্গে

গোবরের তৈরি গণেশই এবছরের গণেশ চতুর্থীর পুজোতে দক্ষিণ ভারতে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

  • |
Google Oneindia Bengali News

কথার ছলে অনেককেই 'গোবর গণেশ' বলে কটাক্ষ করা হয়, 'গোবর গণেশ' অর্থাৎ যে কাজে কম্মে অপারদর্শী । তবে গোবরের তৈরি গণেশই এবছরের গণেশ চতুর্থীর পুজোতে দক্ষিণ ভারতে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই সপ্তাহেই গণেশ পুজো । তার আগে এই বছরের গণেশ পুজো সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য।

গোবরের তৈরি গণেশ

গোবরের তৈরি গণেশ

মুম্বইয়ের গোপালক তথা গোয়ালারা মূর্তিকারদের গোবরের যোগান দিয়ে শেষ করতে পারছেন না। কারণ এবছর 'গো গ্রিন' -এর ডাক দিয়ে পরিবেশ বান্ধব গণেশমূর্তি তৈরি করা হচ্ছে চারিদিকে। তাই গোবর দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন গণেশমূর্তি। আর তার জনপ্রিয়তাও তুঙ্গে।

কেন এই জনপ্রিয়তা

কেন এই জনপ্রিয়তা

হিন্দুশাস্ত্র মতে মনে করা হয় গোবর দিয়ে তৈরি যেকোনও জিনিসই শুদ্ধ। তাই গোবরের তৈরি গণেশ মূর্তীর চাহিদা তুঙ্গে মুম্বইয়ের বাজারে।

'ইকো-গণেশ'

'ইকো-গণেশ'

কেন্দ্রীয় সরকারের তরফে নাগরিকদের ইকো-গণেশ বা পরিবেশ বান্ধব গণেশ তৈরির কথা বলা হয়েছে। যাতে গণেশ মূর্তীতে ব্যবহৃত উপাদান পরিবেশকে দূষণ না করে।

গণেশ চতুর্থীর তাৎপর্য

গণেশ চতুর্থীর তাৎপর্য

গণেশকে ১০৮ টি নামে ডাকা হয়। মনে করা হয় বুদ্ধি দাতা ও কার্যে সিদ্ধিদাতা দেবতা হচ্ছেন গণেশ। তাঁর আরাধনায় বুদ্ধি লাভ হয়।

গণেশ চতুর্থীর দিনক্ষণ

গণেশ চতুর্থীর দিনক্ষণ

এই বছর গণেশ চতুর্থী আগামী ২৫ অগাস্ট । দক্ষিণ ভারত জুড়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। দশদিনের এই উৎসবের জন্য, এখন জোর কদমে তৈরি হচ্ছে গণেশ মূর্তি।

গণেশ চতুর্থীতে পূজার সময়কাল

গণেশ চতুর্থীতে পূজার সময়কাল

২০১৭ সালে ,গণেশ চতুর্থীর শুরু হবে ২৪ অগাস্ট রাত ৮:২৭ মিনিটে। পরের দিন রাত ৮ টা ৩১ মনিট পর্যন্ত থাকবে চতুর্থীর সময়কাল। তবে এর মধ্যে মধ্যনা পূজা হবে দুপুর ১১:২৫ মিনিট থেকে ১:৫৫ পর্যন্ত হবে। মোট দুঘণ্টার মধ্যে এই পুজো শেষ করতে হবে।

English summary
With three days remaining to go for Ganesh Chaturthi 2017, this year Ganesha idols made of cow-dung is the new 'go green'. Instead of buying colourful and glittering Ganesha idols that are hazardous to the environment, this year, bring home eco-friendly idols of the God.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X