For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার বাড়ল পেট্রোলের দাম! একটানা ৯ দিন ধরে কত টাকা বাড়ল জানেন

গত ৯দিন ধরে দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি ২ টাকারও বেশি বেড়েছে এই দাম।

Google Oneindia Bengali News

ট্যাক্সি ধরতে গেলে চালকরা প্রথমেই বলছেন ২০ টাকা কি ৪০ টাকা বেশি দিতে হবে। তাতে অনেকেরই মেজাজ সপ্তমে উঠলেও, ট্যাক্সিচালকরাও নিরুপায়। গত ৯ দিনে প্রতিদিন ২০-৩০ পয়সা করে বেড়ে পেট্রোল ডিজেল দুটোরই দাম লিটার প্রতি ২ টাকারও বেশি বেড়ে গিয়েছে। ঠিক গুজরাত ভোটের সময় যেমন হয়েছিল. কর্ণাটকেও ভোট মিটতেই চড়চড়িয়ে উঠছে পেট্রোলিয়ামজাত পন্যের দাম।

আবার বাড়ল পেট্রোলের দাম!

কর্ণাটক বিধানসভা নির্বাচন চলাকালীন ভোটবাক্সে জনতার আশীর্বাদ পেতে ১৯ দিন ধরে বাড়েনি পেট্রোল বা ডিজেলের দাম। তখনই আশঙ্কাটা করা হয়েছিল। ভোট মিটতেই গত নয় দিনে প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছে দিল্লিতে ২.২৪ টাকা, কলকাতায় ২.২১ টাকা, মুম্বইতে ২.২২ টাকা এবং চেন্নাইতে ২.৩৬ টাকা। পিছিয়ে নেই ডিজেলও। ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে লিটার প্রতি ২.১৫ টাকা, ২ টাকা, ২.২৮ টাকা এবং ২.৩১ টাকা।

আবার বাড়ল পেট্রোলের দাম!

এদিন ভারতের বড় শহরগুলিতে গতকালের থেকে এক ধাক্কায় প্রতি লিটারে ২৯ থেকে ৩২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলের ২৬ থেকে ২৮ পয়সা। আজ সকাল থেকে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে, দিল্লিতে ৭৬.৮৭ টাকা, কলকাতায় ৭৯.৫৩ টাকা, মুম্বইতে ৮৪.৭ টাকা ও চেন্নাইতে ৭৯.৭৯ টাকা। একই ভাবে ডিজেলের দাম বেড়ে হয়েছে দিল্লিতে ৬৮.০৮ টাকা, কলকাতায় ৭০.৬৩ টাকা, মুম্বইতে ৭২.৪৮ টাকা ও চেন্নাইতে ৭১.৮৭ টাকা। সব মিলিয়ে গত ৩১-এ ডিসেম্বরের পর থেকে এবছরে এখনও পর্যন্ত প্রতি লিটারে মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম বেড়েছে ৬.৮১ থেকে ৭.২৬ টাকা পর্যন্ত। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ৮.৩৩ টাকা থেকে ৯.২১ টাকা পর্যন্ত।

আবার বাড়ল পেট্রোলের দাম!

এর আগে কখনই পেট্রোল-ডিজেলের দাম এত ওপরে ওঠেনি। এর কারণ হিসেবে বলা হচ্ছে দুটি বিষয়ের সমাপতনের কথা। এক, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া। দুই, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম পড়ে যাওয়া। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক এই মুহূর্তে পেট্রোলিয়াম পন্য়ের উৎপাদনে কাটছাট করেছে। তার জন্য ই চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। কম ঘনত্বের এক ব্যারেল ব্রেন্টের দামই পড়ছে ৮০ ডলার! ২০১৪ সালের পর তেলের দাম এতটা বেশি কখনই ছিল না। পাশাপাশি, এবছর ডলারের নিরিখে টাকার দাম ৬ শতাংশ পড়ে গিয়েছে।

তবে সরকার, কিভাবে পেট্রোলিয়ামের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকটা খতিয়ে দেখছে, বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, 'বিভিন্ন বিকল্পের কথা ভাবা হচ্ছে। খুব তাড়াতাড়িই কোনও সমাধান মিলবে।

English summary
Petrol and diesel prices were increased for a ninth straight day in Delhi, Kolkata, Mumbai and Chennai, among other cities. It gets up over Rs. 2 per Litre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X