For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভমেলায় নয়া ইতিহাস! প্রয়াগে পূণ্যস্নানে 'দিন বদল'-এর এক নতুন ছবি

উত্তর প্রদেশের প্রয়াগে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে অর্ধকুম্ভের মেলা। ২০১৯ সালের কুম্ভমেলা ঘিরে নিরাপত্তা থেকে ব্যবস্থাপনা ঘিরে রীতিমত তৎপর বিজেপি শাসিত যোগী প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের প্রয়াগে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে অর্ধকুম্ভের মেলা। ২০১৯ সালের কুম্ভমেলা ঘিরে নিরাপত্তা থেকে ব্যবস্থাপনা ঘিরে রীতিমত তৎপর বিজেপি শাসিত যোগী প্রশাসন। একাধিক আখারার সাধু সন্ন্যাসীরা এই মহা ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছেন। আর ২০১৯ সালের এই মেলাতেই উঠে এবার উঠে আসছে দিন বদলের ছবি।

কুম্ভমেলায় নয়া ইতিহাস! প্রয়াগে পূণ্যস্নানে দিন বদল-এর এক নতুন ছবি

এদিন কুম্ভমেলায় প্রথমবার বৃহন্নলা হিসাবে পূণ্যস্নান করতে দেখা গেল লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠিকে। আর এই ঘটনার সঙ্গে সঙ্গেই এক নয়া ইতিহাস তৈরি হয়ে গেল। বৃহন্নলাদের নিয়ে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির লড়াই বহুদিনের। বহু আইনি লড়াইয়ের পথ পেরিয়ে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি এদিন সমাজ ভাবনায় এক দিনবদলের ছবি এঁকে দিয়েছেন। এই প্রথমবার প্রায় ১২ লাখ বৃহন্নলা অংশ নিচ্ছেন কুম্ভমেলায়। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় এই সমাবেশে বৃহন্নলাদের এই পূণ্যস্নান রীতিমত খবরে।

[আরও পড়ু়ন:কুম্ভমেলায় বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ! আয়োজন থেকে ব্যবস্থাপনা তাক লাগায় অনেককেই][আরও পড়ু়ন:কুম্ভমেলায় বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ! আয়োজন থেকে ব্যবস্থাপনা তাক লাগায় অনেককেই]

এদিন, কিন্নর আখারার তরফে লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠি জানান ,'মেলায় আমাদের অংশগ্রহণ অর্থাৎ মূল সমাজ আমাদের গ্রহণ করছে,সৃষ্টিকর্তা আমাদের মধ্যেই রয়েছেন। একদিন তাঁর কাছেই চলে যেতে হবে। আমাদের দরজা সকলের জন্য খোলা।'

[আরও পড়ুন:গঙ্গাসাগরের ডায়েরি,মকর সংক্রান্তির পূণ্যলগ্নে কী দেখলেন নীল মিত্র][আরও পড়ুন:গঙ্গাসাগরের ডায়েরি,মকর সংক্রান্তির পূণ্যলগ্নে কী দেখলেন নীল মিত্র]

English summary
In a first, transgenders take holy dip at Kumbh Mela.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X