For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রতি নির্বাচনে নতুন জোটসঙ্গী নিয়ে হাজির হয় বিরোধিরা', সপা-কে কটাক্ষ মোদীর

'প্রতি নির্বাচনে নতুন জোটসঙ্গী নিয়ে হাজির হয় বিরোধিরা', সপা-কে কটাক্ষ মোদীর

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফা ভোটের মাঝেই সমাজবাদী পার্টিকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার উত্তর প্রদেশের কানপুরের দেহাতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিকে উদ্দেশ্য করে বলেন, 'প্রতিটি নির্বাচনে বিরোধীরা নতুন জোট সঙ্গী নিয়ে আসে এবং লড়াই জেতার চেষ্টা করে। একই সঙ্গে তারা তাদের পুরানো সঙ্গীদের ছুড়ে ফেলে। যারা তাদের বন্ধু পরিবর্তন করে, তারা কি উত্তরপ্রদেশের মানুষের সেবা করতে পারে?'

প্রতি নির্বাচনে নতুন জোটসঙ্গী নিয়ে হাজির হয় বিরোধিরা, সপা-কে কটাক্ষ মোদীর

প্রসঙ্গত সমাজবাদী পার্টি ২০২২ এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ন্ত চৌধুরীর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোটগড়ে লড়ছে। ২০১৭ সালে, সপা, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল৷ সোমবার উত্তরপ্রদেশ নির্বাচনে দ্বিতীয় দফার ভোট, সাত দফার নির্বাচন শেষ হবে মার্চের ৩তারিখ, ফল ঘোষণা হবে ১০মার্চ। ভোট গণনা কানপুর দেহাত জেলায় শেষ মুহূর্তের প্রচারে, প্রধানমন্ত্রী মোদি বলেন, যে ইউপি নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় ধাপে ভোটের প্রবণতা চারটি বিষয় স্পষ্ট করেছে। প্রথমত, যোগীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আবার আসবে। দ্বিতীয়ত, প্রতিটি বর্ণ, শ্রেণী, গ্রাম ও শহরের মানুষ ঐক্যবদ্ধভাবে ইউপির দ্রুত উন্নয়নের জন্য ভোট দিচ্ছেন। তৃতীয়ত, মা, বোন, মেয়েরা চান বিজেপি জয়ী হোক। চতুর্থ, মুসলিম বোনেরা। মোদীকে আশীর্বাদ করার জন্য চুপচাপ বিজেপিকে সমর্থন জানাচ্ছেন।

UP election 2022: গোয়ায় হিন্দু ভোট ভাগ করছে তৃণমূল কংগ্রেস, নির্বাচনী প্রচারে নিশানা মোদীরUP election 2022: গোয়ায় হিন্দু ভোট ভাগ করছে তৃণমূল কংগ্রেস, নির্বাচনী প্রচারে নিশানা মোদীর

প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন যে শুধুমাত্র বিজেপিই ছোট কৃষকদের নিয়ে চিন্তিত। তিনি বলেন, অন্যান্য দলগুলো শুধুমাত্র নিজেদের পরিবারের কথা চিন্তা করে। তারা কৃষকদের, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের সঙ্গে প্রতারণা করছে। তারা দিনরাত ইউপিকে লুট করেছে এবং রাজ্যকে অপরাধী, দাঙ্গাবাজ ও মাফিয়াদের হাতে তুলে দিতে চাইছে৷ ২০১৭ সালের আগে, উত্তরপ্রদেশে প্রতিদিন রেশন কেলেঙ্কারি ছিল। আগের শাসক দলের মদতে লক্ষ লক্ষ জাল রেশন কার্ড তৈরি হয়েছিল৷ এই ডাবল ইঞ্জিন সরকার জাল রেশন কার্ড প্রকল্পের অবসান ঘটিয়েছে। আজ উত্তরপ্রদেশের কোটি কোটি জনসাধারণ বিনামূল্যে রেশন পাচ্ছেন।' প্রধানমন্ত্রী আরও বলেন, আমার দরিদ্র বোন এবং মায়েদের 'উনুনু' (উজ্বলা যোজনার গ্যাস) কখনই বন্ধ করা হবে না।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সম্প্রতি সপার প্রচারে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়টিকে কটাক্ষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীও বলেন, 'আমাদের রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। কোথাও বুথ জ্যাম, মারপিট, বিরোধিদের উপর আক্রমণের ঘটনা কি ঘটেছে? অন্যদিকে বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের ঘরছাড়া হতে হয় খুন হতে হয়। পশ্চিমবঙ্গে 'পোস্ট পোল ভায়োলেন্স' যে নিদর্শন রয়েছে তা কি উত্তররপ্রদেশের কোথাও বিজেপি শাসনে দেখা গিয়েছে?'

English summary
"In every election, the opposition comes up with a new ally," Modi sneered at the Samajwadi party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X